আবারও বিশ্ব মঞ্চে ভারতের শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ফের একবার গাইলেন তরুণের জয়গান।
রবিবার স্বামীজির জন্মজয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে মোদী বলেন, তরুণ প্রজন্মই ভারতকে সকল দেশের সেরা হিসাবে প্রতিষ্ঠিত করবে। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের স্তরে পৌঁছবে আমাদের মাতৃভূমি।
এদিন নয়াদিল্লির ভারত মণ্ডপমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যার পোশাকি নাম ছিল - বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৫।
মোদীর মতে, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার উপায় কঠিন হলেও অসম্ভব নয়। প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য ভারতের যুব শক্তির উপরেই পূর্ণ আস্থা রাখছেন তিনি। পাশাপাশি, তিনি যুবসমাজকেও স্বামীজির আদর্শে ভরসা রাখার পরামর্শ দেন।
মোদী বলেন, 'দেশের যুবসমাজের উপর স্বামী বিবেকানন্দের অপার বিশ্বাস ও ভরসা ছিল। স্বামীজি বলতেন, তিনি তরুণ প্রজন্মের উপর, নতুন প্রজন্মের উপরেই আস্থা রাখেন। তিনি বলতেন, আমার কর্মীরা সকলেই তরুণ প্রজন্মের প্রতিনিধি। এবং তাঁরা সমস্ত সমস্যার সমাধান বের করতে সক্ষম। বিবেকানন্দের যেমন আপনাদের উপর ভরসা ছিল, তেমনই আমারও আপনাদের উপর আস্থা রয়েছে।'
এর সঙ্গে মোদী আরও বলেন, 'আমি বিশ্বাস করি, ভারতের এই যুবশক্তিই ভারতকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে।... যাঁরা তথ্য পরিসংখ্যান গণনা করেন, তাঁরা হয়তো বলবেন - এটা অসম্ভব। কিন্তু, আমি জানি এই লক্ষ্যপূরণ কঠিন হলেও অসম্ভব নয়।'
ভারতের জনসংখ্যা প্রচুর হলেও এর যে অনেক ইতিবাচক দিক রয়েছে, সেটাও তুলে ধরেন মোদী। তিনি বলেন, 'যখন আমরা একই আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নিই, যখন আমরা একসঙ্গে এক অভিমুখে পদক্ষেপ করি, যখন আমরা বিকশিত ভারতের লক্ষ্যে একজোট হয়ে নীতি নির্ধারণ করি, তখন কোনও শক্তিই উন্নত ভারত গঠনের পথে বাধা সৃষ্টি করতে পারে না।'
মোদীর বার্তা, ইতিমধ্য়েই একাধিক ক্ষেত্রে গুরুত্বপূরণ মাইলফলক প্রতিষ্ঠা করেছে ভারত। এভাবে আরও এগিয়ে চলার জন্য বিরাট বিরাট লক্ষ্য নির্ধারণ করতে বলেন প্রধানমন্ত্রী।
তাঁর কথায়, 'দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে বড় লক্ষ্য স্থাপন করতে হবে। আর, আজ ভারত ঠিক সেটাই করছে।'
প্রধানমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র সরকারিস্তরে কাজ করলেই ভারতকে উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা যাবে না। তার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুবসমাজকে এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।