বাংলা নিউজ > ঘরে বাইরে > Narendra Modi Podcast: ‘আমিও ভুল করি, মানুষই তো, ঈশ্বর তো নই’, প্রথম পডকাস্টের ট্রেলারেই নজরকাড়া নমো!

Narendra Modi Podcast: ‘আমিও ভুল করি, মানুষই তো, ঈশ্বর তো নই’, প্রথম পডকাস্টের ট্রেলারেই নজরকাড়া নমো!

এবার পডকাস্টে প্রধানমন্ত্রী! (X)

মোদী স্মৃতিচারণ করেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, ভাষণ দিতে গিয়ে তাঁর কিছু ভুল হয়েছিল। এমন ভুল যে কারও হতে পারে বলেই মনে করেন মোদী। এমনকী তাঁরও। কারণ, সকলেই মানুষ। তিনিও তাই। মোদী অকপটে বলেন, ‘আমিও তো মানুষ। ঈশ্বর তো আর নই!’

'সবাই ভুল করে। আমিও করি। আমিও তো মানুষ!' নিজের প্রথম পডকাস্ট সাক্ষাৎকারে এসে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

হ্যাঁ। এই প্রথম কোনও পডকাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। সোশাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ট্রেলার ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে। মোদীর এই পডকাস্ট সাক্ষাৎকারটি নিয়েছেন নিখিল কামাথ।

অনুষ্ঠানের ট্রেলারটির দৈর্ঘ্য ২ মিনিট ১৩ সেকেন্ড। সেখানে তরুণ উপস্থাপকের মুখোমুখি বসে নরেন্দ্র মোদীকে অনেকটাই খোলামেলা মেজাজে দেখা গিয়েছে। এই সাক্ষাৎকারটি যে বেশ উপভোগ্য হতে চলেছে, সেটা এই ট্রেলারেই স্পষ্ট।

মোদী নিজেও অবশ্য তেমনটা আশা করেছেন। বৃহস্পতিবার রাতে এই সাক্ষাৎকারের ট্রেলার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নিখিল। পরে সেটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন মোদী। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'আমরা এটা তৈরি করতে যতটা উপভোগ করেছি, আশা করছি, আপনারাও এটা ততটাই উপভোগ করবেন।'

২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারে নিখিলকে বলতে শোনা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর মতো একজন ব্যক্তির মুখোমুখি হয়ে তিনি নার্ভাস বোধ করছেন। এমনকী, নিখিল যেহেতু খুব ভালো হিন্দি বলতে পারেন না, তার জন্য কোনও ভুলচুক হয়ে গেলে আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন।

এর জবাবে মোদীর মুখে দেখা গিয়েছে হাসি। খুব খোলামেলাভাবে তিনি মন্তব্য করেছেন, 'আমাদের এভাবেই চলবে'। তাঁর এই মন্তব্যে যত না প্রধানমন্ত্রীসুলভ গাম্ভীর্য ছিল, তার থেকে অনেক বেশি ছিল সহজ-সরল কথাবার্তা বলার ধরন। যা বেশ লক্ষ্যণীয় এবং উপভোগ্য।

মোদীর কাছে নিখিল জানতে চেয়েছেন, কী ধরনের মানুষদের রাজনীতিতে আসা উচিত। জবাবে মোদী জানিয়েছেন, 'রাজনীতিতে নিরন্তর ভালো লোক আসা দরকার।' সেইসঙ্গে মোদী মনে করিয়ে দেন, রাজনীতিতে আসতে হলে 'মিশন নিয়ে আসতে হবে, অ্য়াম্বিশন নিয়ে নয়'! যেটা শুনে অবশ্য গীতার সেই বাণী মনে পড়ে যেতেই পারে, 'কর্ম করে যাও, ফলের আশা কোরো না!'

এই প্রেক্ষিতেই মোদী স্মৃতিচারণ করেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, ভাষণ দিতে গিয়ে তাঁর কিছু ভুল হয়েছিল। এমন ভুল যে কারও হতে পারে বলেই মনে করেন মোদী। এমনকী তাঁরও। কারণ, সকলেই মানুষ। তিনিও তাই। মোদী অকপটে বলেন, 'আমিও তো মানুষ। ঈশ্বর তো আর নই!'

২০১৪ সাল থেকে ২০২৪ সাল - পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রথম দফায় সবকিছু বুঝে নিতেই সময় পার হয়ে গিয়েছিল। মোদী মনে করেন, প্রথম পাঁচবছর মানুষ তাঁকে বোঝার চেষ্টা করছিলেন। আর তিনি দিল্লিকে (দিল্লির রাজনীতি) বোঝার চেষ্টা করছিলেন।

এই ট্রেলারেই মোদী জানিয়েছেন, এটাই তাঁর প্রথম পডকাস্ট। 'কেমন হবে, কে জানে'! এই অনুষ্ঠানে মোদীর কথা বলার ধরন, সত্যিই নজর কেড়েছে।

পরবর্তী খবর

Latest News

পুরুষদের তুলনায় মহিলারাই অবসাদে ভোগে বেশি, আর কী বলছে গবেষণা ফের বাংলায় দেখা মিলল কালো চিতাবাঘের, রাস্তার পাশে বসে, জ্বলজ্বল করছে চোখ ল্যাটিনা মেকআপ আসলে কী! 'বোল্ড ব্যাডি' লুক পেতে কীভাবে করতে হয় এই মেকআপ ‘নিরাপত্তাহীনতা এক নতুন পর্যায়ে পৌঁছেছে’, স্কাই ফোর্স-নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? রেস্তোরাঁর স্টাইলে বানান ক্যাবেজ ব্রোকলি মাখানি, বাচ্চারাও খাবে চেটেপুটে অবশেষে পারদ পড়বে বাংলায়, ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা, বৃষ্টিও হবে, কোন কোন জেলায়? BGT Video - মাঝে মাঝে খেলায় ড্রামা দরকার! বিরাটের ধাক্কা প্রসঙ্গে অকপট কনস্টাস! বাদ যায় স্তন! চুল পড়া নিয়ে ট্রোলে ক্যানসার-জয়ী ছবি মিত্তল দিলেন চাঁচাছোলা জবাব ১০০ বছর পর যদি কেউ বলিউডের ছবি দেখে বোঝেন, এদেশ কেমন ছিল, তাহলে…: নাসিরুদ্দিন তোমার ফোন নম্বরটা দাও তো মামনি, অস্বীকার করলে ছাত্রীকে হেনস্থা, গ্রেফতার তিন

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.