'সবাই ভুল করে। আমিও করি। আমিও তো মানুষ!' নিজের প্রথম পডকাস্ট সাক্ষাৎকারে এসে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
হ্যাঁ। এই প্রথম কোনও পডকাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। সোশাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ট্রেলার ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে। মোদীর এই পডকাস্ট সাক্ষাৎকারটি নিয়েছেন নিখিল কামাথ।
অনুষ্ঠানের ট্রেলারটির দৈর্ঘ্য ২ মিনিট ১৩ সেকেন্ড। সেখানে তরুণ উপস্থাপকের মুখোমুখি বসে নরেন্দ্র মোদীকে অনেকটাই খোলামেলা মেজাজে দেখা গিয়েছে। এই সাক্ষাৎকারটি যে বেশ উপভোগ্য হতে চলেছে, সেটা এই ট্রেলারেই স্পষ্ট।
মোদী নিজেও অবশ্য তেমনটা আশা করেছেন। বৃহস্পতিবার রাতে এই সাক্ষাৎকারের ট্রেলার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নিখিল। পরে সেটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন মোদী। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'আমরা এটা তৈরি করতে যতটা উপভোগ করেছি, আশা করছি, আপনারাও এটা ততটাই উপভোগ করবেন।'
২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারে নিখিলকে বলতে শোনা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর মতো একজন ব্যক্তির মুখোমুখি হয়ে তিনি নার্ভাস বোধ করছেন। এমনকী, নিখিল যেহেতু খুব ভালো হিন্দি বলতে পারেন না, তার জন্য কোনও ভুলচুক হয়ে গেলে আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন।
এর জবাবে মোদীর মুখে দেখা গিয়েছে হাসি। খুব খোলামেলাভাবে তিনি মন্তব্য করেছেন, 'আমাদের এভাবেই চলবে'। তাঁর এই মন্তব্যে যত না প্রধানমন্ত্রীসুলভ গাম্ভীর্য ছিল, তার থেকে অনেক বেশি ছিল সহজ-সরল কথাবার্তা বলার ধরন। যা বেশ লক্ষ্যণীয় এবং উপভোগ্য।
মোদীর কাছে নিখিল জানতে চেয়েছেন, কী ধরনের মানুষদের রাজনীতিতে আসা উচিত। জবাবে মোদী জানিয়েছেন, 'রাজনীতিতে নিরন্তর ভালো লোক আসা দরকার।' সেইসঙ্গে মোদী মনে করিয়ে দেন, রাজনীতিতে আসতে হলে 'মিশন নিয়ে আসতে হবে, অ্য়াম্বিশন নিয়ে নয়'! যেটা শুনে অবশ্য গীতার সেই বাণী মনে পড়ে যেতেই পারে, 'কর্ম করে যাও, ফলের আশা কোরো না!'
এই প্রেক্ষিতেই মোদী স্মৃতিচারণ করেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, ভাষণ দিতে গিয়ে তাঁর কিছু ভুল হয়েছিল। এমন ভুল যে কারও হতে পারে বলেই মনে করেন মোদী। এমনকী তাঁরও। কারণ, সকলেই মানুষ। তিনিও তাই। মোদী অকপটে বলেন, 'আমিও তো মানুষ। ঈশ্বর তো আর নই!'
২০১৪ সাল থেকে ২০২৪ সাল - পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রথম দফায় সবকিছু বুঝে নিতেই সময় পার হয়ে গিয়েছিল। মোদী মনে করেন, প্রথম পাঁচবছর মানুষ তাঁকে বোঝার চেষ্টা করছিলেন। আর তিনি দিল্লিকে (দিল্লির রাজনীতি) বোঝার চেষ্টা করছিলেন।
এই ট্রেলারেই মোদী জানিয়েছেন, এটাই তাঁর প্রথম পডকাস্ট। 'কেমন হবে, কে জানে'! এই অনুষ্ঠানে মোদীর কথা বলার ধরন, সত্যিই নজর কেড়েছে।