Modi to Putin on War:‘শিশুদের হত্যা.. হৃদয়ে বিঁধে যায়’, ইউক্রেনের হাসপাতালে রুশ হামলার পর রাশিয়ায় বসে পুতিনকে বললেন মোদী
Updated: 09 Jul 2024, 09:31 PM ISTফের একবার নরেন্দ্র মোদী ভ্লামিদির পুতিনকে মনে করিয়... more
ফের একবার নরেন্দ্র মোদী ভ্লামিদির পুতিনকে মনে করিয়ে দেন, যুদ্ধে নয়, বরং আলোচনায় সমাধানের রাস্তা খুঁজে নেওয়ার বিষয়ে। আর এবার তা তিনি রাশিয়ার মাটিতে বসেই বললেন। প্রসঙ্গত, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার সফরে গিয়েছেন মোদী।
পরবর্তী ফটো গ্যালারি