আবহাওয়ায় নজরদারি বিষয়ক অত্যাধুনিক প্রযুক্তি ও সিস্টেম সম্বলিত ‘মিশন মৌসম’ উদ্বোধন করে এদিন আইএমডির ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইএমডির প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এই নতুন ‘মিশন মৌসম’র প্রশংসা উঠে আসে প্রধানমন্ত্রীর কণ্ঠে। তিনি বলেন, ‘মিশন মৌসম’র হাত ধরে ভারত আবহাওয়া ও জলবায়ু বিষয়ক ক্ষেত্রে সর্বদা প্রস্তুত থাকতে পারবে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নরেন্দ্র মোদী বলেন, আবহাওয়া সম্পর্কিত নির্ভুল পূর্বাভাস অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিস্থাপকতা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য অপরিহার্য। এই বিষয়ে মোদী বলেন,' ভারত সর্বদা দুর্যোগে সাহায্যের জন্য প্রস্তুত। এটিও একটি কারণ ভারত প্রশংসিত এবং সম্মানিত হয় সর্বত্র।' এরই সঙ্গে তিনি ১৯৯৮ সালে কচ্ছের কান্ডালা ও ১৯৯৯ সালে ওড়িশার সুপার সাইক্লোনের প্রসঙ্গ তোলেন। যে দুর্যোগ গুলিতে শতাধিকের মৃত্যু হয়। সেক্ষেত্রেও আইএমডির পূর্বাভাস ক্ষতির পরিমাণ কমতির জন্য একটি বড় দিক হয়ে ওঠে। মোদী বলেন,' তবে ভালো পূর্বাভাসের কারণে এখন প্রাণহানি কম।' বিষয়টি নিয়ে আরও কথা বলতে গিয়ে সদ্য মোদী তাঁর জম্মু ও কাশ্মীরের সফরের কথা বলেন। সোমবারই তিনি সোনমার্গে গিয়েছিলেন। সেক্ষেত্রে আইএমডির পূর্বাভাস তাঁকে কীভাবে সাহায্য করেছিল, তাও তিনি বলেন। ব্যক্তিগত সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে মোদী বলেন,' IMD সুপারিশ করেছিল যে আমি ১৩ জানুয়ারি সফর করতে পারি, তাপমাত্রা ছিল -৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মেঘ ছিল না। আইএমডি-র পরামর্শের কারণেই আমি ঝাঞ্ঝাট-মুক্ত সফর করতে পারি।' প্রসঙ্গত, আজকের প্রোগ্রামে, মিশন মৌসম চালু করার পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী আইএমডি ভিশন-২০৪৭ নথিও প্রকাশ করেছেন। মিশন মৌসম-এর উদ্দেশ্য হল আবহাওয়ার সম্পর্কিত ক্ষেত্রে দেশকে আগাম প্রস্তুত রাখা, দেশকে জলবায়ু-স্মার্ট করা, আবহাওয়া পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করে পরবর্তী প্রজন্মের রাডার, স্যাটেলাইট এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার তৈরি করা। এই মিশন বাস্তবায়িত করতে প্রথম ২ বছরে ২ হাজার কোটি টাকা খরচ হবে।
এই মিশনের উদ্দেশ্য হল, আবহাওয়া বিষয়ক নজরদারিকে আরও বেশি নির্ভুল করা। তাতে সুবিধা পাবে কৃষি, অসামরিক বিমান পরিবহন ক্ষেত্র, প্রতিরক্ষা থেকে দুর্যোগ মোকাবিলা ক্ষেত্র, পর্যটন, স্বাস্থ্য। দীর্ঘ সময়ের জন্য আবহাওয়ার পূর্বাভাস এই মিশনের একটি দিক।