বাংলা নিউজ > ঘরে বাইরে > Narendra Modi Slams Opposition: 'কারও কারও ভাষা, আচরণ ভারতের জন্য হতাশাজনক', 'নীরব' থেকেও কড়া বার্তা মোদীর

Narendra Modi Slams Opposition: 'কারও কারও ভাষা, আচরণ ভারতের জন্য হতাশাজনক', 'নীরব' থেকেও কড়া বার্তা মোদীর

New Delhi, Feb 09 (ANI): Prime Minister Narendra Modi speaks at the discussion on the Motion of Thanks on the President's address in Rajya Sabha during the Budget Session of Parliament, in New Delhi on Thursday. (ANI Photo/ SansadTV) (ANI)

আজ নরেন্দ্র মোদীর বক্তৃতার সময় বিরোধীরা স্লোগান তোলেন, 'আদানি পর কুছ তো বোলো', 'আদানি গোলামি বন্ধ করো'। যদিও সেই সব রেকর্ডে যায়নি। এরই মাঝে আজ আদানির কোনও উল্লেখ না করেই প্রধানমন্ত্রী এদিন মন্তব্য করেন, 'কারও কারও ভাষা, আচরণ ভারতের জন্য হতাশাজনক।'

আদানির সঙ্গে তাঁর 'যোগ' নিয়ে দুই দিন আগেই লোকসভায় গুরুতর অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকেই এই নিয়ে উত্তাল সংসদ। এই আবহে আজ রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বক্তৃতার সময়কালেও ঝড় তুললেন বিরোধী সাংসদরা। আজ নরেন্দ্র মোদীর বক্তৃতার সময় বিরোধীরা স্লোগান তোলেন, 'আদানি পর কুছ তো বোলো', 'আদানি গোলামি বন্ধ করো'। যদিও সেই সব রেকর্ডে যায়নি। এরই মাঝে আজ আদানির কোনও উল্লেখ না করেই প্রধানমন্ত্রী এদিন মন্তব্য করেন, 'কারও কারও ভাষা, আচরণ ভারতের জন্য হতাশাজনক।'

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'প্রকৃত ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সকল যোগ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিয়েছি আমাদের সরকার।' প্রধানমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি বিকশিত ভারতের দর্শন তুলে ধরেছেন আমাদের সামনে।' প্রধানমন্ত্রী বলেন, 'ওদের কাছে কাদা ছিল, আমার কাছে আবীর ছিল। যাদের কাছে যা ছিল, তারা সেটাই ছুড়ে দিয়েছে। আমি এই বিরোধী সাংসদদের বলতে চাই...যত কাদা ছুড়বেন পদ্ম ততো ভালো ভাবে ফুটবে।'

এদিন মোদী নিজের সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন, 'যুগ যুগ ধরে উপজাতীয় জনগোষ্ঠীর উন্নয়ন উপেক্ষিত ছিল। আমরা তাদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি... দেশের মানুষ বারবার কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে। মানুষ তাদের দেখছে এবং শাস্তি দিচ্ছে।' তিনি আরও বলেন, 'আমরা দেশের ১১০টি উচ্চাকাঙ্ক্ষী জেলাকে চিহ্নিত করেছি। দৃঢ়তা এবং কর্মক্ষমতা পর্যালোচনার ওপর ভিত্তি করে এই জেলাগুলিতে শিক্ষা, অবকাঠামো এবং স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এতে উপকৃত হয়েছে ৩ কোটিরও বেশি আদিবাসী।'

কংগ্রেসকে আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদী এদিন বলেন, 'কংগ্রেস বলত, 'গরীবি হটাও'। কিন্তু বিগত চার দশকেরও বেশি সময় ধরে কিছুই করেনি তারা। দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে আমরা কঠোর পরিশ্রম করছি। আমাদের অগ্রাধিকার হল সাধারণ জনগণ। এবং এই কারণেই আমরা দেশের ২৫ কোটি পরিবারকে এলপিজি সংযোগ দিয়েছি।' প্রধানমন্ত্রী বলেন, 'তাদের (কংগ্রেস) দায়িত্ব ছিল সমস্যার সম্মুখীন হওয়া নাগরিকদের সমস্যার সমাধান করা। কিন্তু তাদের অগ্রাধিকার ও উদ্দেশ্য ভিন্ন ছিল। নাগরিকরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তার স্থায়ী সমাধানের জন্য আমরা কাজ করছি।' মোদী এদিন আরও বলেন, 'প্রযুক্তির শক্তিতে আমরা কর্মসংস্কৃতিকে বদলে দিয়েছি। আমাদের ফোকাস গতি বৃদ্ধি এবং এর পরিসর বর্ধিত করা হচ্ছে।'

পরবর্তী খবর

Latest News

গরুপাচারকাণ্ডে ধাক্কা ইডির, মলয় ঘটককে জেরা করতে হবে কলকাতাতেই, বলল সুপ্রিম কোর্ট ‘নিয়ম মেনে জল ছাড়া হয়েছে,’মমতার ম্যান-মেড উড়িয়ে দিলেন ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা সৌভাগ্য সাতটা ছয় হয়নি; যুবরাজের ছয়-ছক্কা হাঁকানোর স্মৃতি মনে করালেন ব্রড আরজি কর আবহে উত্তপ্ত কলকাতা, ঠিক তখনই কোথায় ছুটি কাটাচ্ছেন রাজনন্দিনী? Afghanistan বনাম South Africa ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'মণ্ডপের আকার যতই বড় হোক লাভ কী…', দুর্গাপুজো নিয়ে ঠিক কী বললেন লিলি চক্রবর্তী? পিতৃ শ্রাদ্ধে নিষিদ্ধ এই ৩ জিনিস, মেনে চলুন শ্রাদ্ধের বিধি, তবেই মিলবে পিতৃ কৃপা ‘প্রত্যেক মেয়েই দুর্গা!’ RG করের নির্যাতিতাকে নিয়ে শানের পুজোর গান দুর্গতিনাশিনী সন্দীপের নারকো অ্যানালিসিস পরীক্ষা করাতে চায় সিবিআই, আদালতে আবেদন তদন্তকারীদের কুসংস্কার নাকি কৌশল! ব্যাট করার সময়ে কেন হেলমেটের ফিতে কামড়াচ্ছিলেন শাকিব?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.