রাজ্যসভায় এদিন স্বভাবসিদ্ধ মেজাজে ফের একবার কংগ্রেসের প্রতি পর পর তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে এদিন উঠে আসে কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ। উঠে আসে ভারতে জরুরি অবস্থা বা ‘ইমার্জেন্সি’ প্রসঙ্গ। আর সেই প্রসঙ্গগুলিতেই ভারতের বিশিষ্ট তারকাদের নাম ওঠে মোদীর কণ্ঠে। জনপ্রিয় তারকা দেব আনন্দ থেকে গায়ক কিশোর কুমার, অভিনেতা বালরাজ সাহানি, লজা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে পর পর তোপ দাগেন মোদী।
কিশোর কুমার থেকে বলরাজ সাহানি… কংগ্রেসকে তোপ দেগে কী বললেন মোদী?
রাজ্যসভার ভাষণে এদিন মোদী বলেন ‘যখন নেহরুজি প্রধানমন্ত্রী ছিলেন তখন শ্রমিকদের একটি বিক্ষোভ হয়েছিল, সেখানে বিখ্যাত গীরিকার মজরু সুলতানপুরীজি একটা গান গেয়েছিলেন… সেই কবিতা গেয়ে শোনানোর অপরাধে নেহরুজি দেশের একজন মহান কবিকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন।’ এরপর মোদী বলেন, 'বিখ্যাত অভিনেতা বলরাজ সাহানি একটা অনুষ্ঠানে শামিল হয়েছিলেন.. আন্দোলন যাঁরা করেছিলেন তাঁদের অনুষ্ঠানে শামিল হয়েছিলেন, শুধু তার জন্য বলরাজ সাহানিকে জেলে বন্ধ করা হয়েছিল।' এরপর তোপের সুর আরও চড়া করেন মোদী। তিনি বলেন,'লতা মঙ্গেশকরজির ভাই হৃদয়নাথ মঙ্গেশকারজি বীর সাভারকরকে নিয়ে একটি কবিতা আকাশবাণীতে বলার পরিকল্পনা করেছিলেন, সেটার জন্য হৃদয়নাথ মঙ্গেশকরকে আকাশবাণী থেকে বের করে দেওয়া হয়েছিল।' মোদী এরপর আসেন ইমার্জেন্সির সময়ের কথায়। মোদী বলেন,' এই দেশ ইমার্জেন্সির সময় দেখেছে। সংবিধানকে স্পিরিট দমন করা হয়েছিল আর তা করা হয়েছিল ক্ষমতার জন্য। ইমার্জেন্সির সময়, দেব আনন্দের কাছে আর্জি জানানো হয়েছিল যাতে তিনি ইমার্জেন্সি নিয়ে খোলাখুলি সমর্থন করেন। দেব আনন্দজি ইমার্জেন্সি সমর্থন করেননি, এজন্য দূরদর্শনে দেব আনন্দের সব ফিল্মে নিষেধাজ্ঞা জারি করা হয়।' এরপর মোদী আসেন কিশোর কুমারের প্রসঙ্গে। বাংলার তথা দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা কিশোর কুমার প্রসঙ্গে মোদী বলেন,' কিশোর কুমার কংগ্রেসের জন্য গান গাননি, এর জন্য আকাশবাণীতে কিশোর কুমারের গানকে নিষিদ্ধ করা হয়।'
এছাড়াও কংগ্রেসকে তোপ দাগতে আম্বেদকর প্রসঙ্গও উঠে আসে মোদীর কণ্ঠে। প্রধানমন্ত্রী তাঁর রাজ্যসভার ভাষণে বলেন,' আমাদের কেবল ইতিহাসের দিকে তাকানো উচিত নয় কারণ আমি বলছি বলে... কংগ্রেস বিআর আম্বেদকরের সাথে কেমন আচরণ করেছিল... তারা তাঁকে কতটা অপছন্দ করেছিল এবং বাবাসাহেব যা বলতেন তা কংগ্রেসকে তা রাগিয়ে দিয়েছে।'