বাংলা নিউজ > ঘরে বাইরে > Narendra Modi Swear-in Latest Update: বদলে যেতে পারে প্রধানমন্ত্রীর শপথের দিনক্ষণ, মোদীর জন্য নিজের শপথ 'পিছোলেন' নাইডু

Narendra Modi Swear-in Latest Update: বদলে যেতে পারে প্রধানমন্ত্রীর শপথের দিনক্ষণ, মোদীর জন্য নিজের শপথ 'পিছোলেন' নাইডু

কবে শপথ নেবেন মোদী ও চন্দ্রবাবু নাইডু (HT_PRINT)

গতকাল দুপুর আড়াইটে নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতি মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ১৭তম লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দিলেন তিনি। মোদীর পদত্যাগ পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এই আবহে নয়া সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায়।

গতকালই রিপোর্টে দাবি করা হয়েছিল, ৮ জুন নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো শপথ নিতে পারেন প্রধানমন্ত্রী পদে। তবে আজ আবার একাধিক রিপোর্টে দাবি করা হল, ৮ নয়, বরং আগের জল্পনা মতো ৯ জুনেই শপথ নিতে পারেন মোদী এদিকে মোদীর শপথের জন্য নিজের মুখ্যমন্ত্রী হিসেবে শপথের দিনক্ষণ 'পিছিয়েছেন' টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। রিপোর্ট অনুযায়ী, তিনি নয়া সপ্তাহে ১২ জুন শপথ নিতে পারেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে। (আরও পড়ুন: যে যে রাজ্যে মোদী বেশি প্রচার করেছেন, সেখানেই ভরাডুবি হয়েছে বিজেপির, বলছে তথ্য)

আরও পড়ুন: হার ১৯ মন্ত্রীর, দাবি বেড়েছে শরিকদের, মোদী ৩.০-তে বদলাবে ক্যাবিনেটের চেহারা 

আরও পড়ুন: ‘অগ্নিবীর স্কিমে বদল চাই’, UCC, ‘এক দেশ, এক ভোট’ নিয়ে সমর্থন দিয়ে শর্ত নীতীশের

এর আগে গতকাল দুপুর আড়াইটে নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতি মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ১৭তম লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দিলেন তিনি। মোদীর পদত্যাগ পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এই আবহে নয়া সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এদিকে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত মোদীকে দায়িত্ব সামাতে বলেন রাষ্ট্রপতি। এই আবহে মোদী বর্তমানে দেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষা দিয়ে শেয়ার বাজারে কারচুপি? প্রশ্ন তুলে তদন্তের দাবি TMC সাংসদের

গতকাল দিল্লিতে গত সরকারের ক্যাবিনেটের বৈঠক ডাকা হয়েছিল। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী এই সংক্রান্ত ক্যাবিনেট নোট পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সেই প্রস্তাব পেয়ে সপ্তদশ লোকসভা ভেঙে দেন রাষ্ট্রপতি। এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে রাষ্ট্রপতিকে অষ্টাদশ লোকসভায় নির্বাচিন সাংসদদের পূর্ণাঙ্গ তালিকা দেওয়ার কথা। এরপর নয়া লোকসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। রীতি অনুযায়ী, রাষ্ট্রপতি সর্ববৃহৎ ভোট পূর্ববর্তী জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন। এই ক্ষেত্রে ২৯২টি আসন জেতা এনডিএ-কে সেই আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। এরপর লোকসভায় এনডিএ-কে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এই সবের মাঝে ইন্ডিয়া জোট এনডিএ-তে ভাঙন ধরানোর চেষ্টা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে মল্লিকার্জুন খাড়গের গলায়। (আরও পড়ুন: 'বাংলায় সংগঠন শুয়ে পড়েছে', পদ ছাড়াই দলের হাল ধরার বার্তা দিলীপ ঘোষের)

আরও পড়ুন: হারের পর ফোন আসেনি হাইকমান্ডের, নতুন বাড়ি খুঁজতে দিল্লি যাচ্ছেন অধীর

এরই মাঝে বুধবার এনডিএ-র দলগুলি বৈঠকে বসবে দিল্লিতে। এই আবহে ক্যাবিনেট বণ্টন নিয়ে আলোচনা হতে পারে সেখানে। এর আগে সরকার গঠন নিয়ে খানিকটা জল্পনা ছিল। নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিজেদের দিকে টানতে চেয়েছিল ইন্ডিয়া ব্লক। এমনকী তেজস্বীর সঙ্গেই বিমানে করে দিল্লি যান নীতীশ। যারপরে জল্পনা আরও বাড়ে। তবে ওদিকে চন্দ্রবাবু সরাসরি জানিয়ে দেন, তিনি এনডিএ-তে আছেন। এদিকে এনডিএ-র বৈঠকে নীতীশ সহ এনডিএ-র সব দলই তাদের সমর্থনপত্র তুলে দেয় বিজেপির হাতে। মোদীকে জোটের নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এই আবহে শীঘ্রই জোটের তরফ থেকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানো হবে।

পরবর্তী খবর

Latest News

৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.