বাংলা নিউজ > ঘরে বাইরে > Narendra Modi cabinet: এবার কি মোদীর মন্ত্রিসভায় রদবদল? ৩ জুলাই বড় মিটিংয়ের ডাক

Narendra Modi cabinet: এবার কি মোদীর মন্ত্রিসভায় রদবদল? ৩ জুলাই বড় মিটিংয়ের ডাক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জেপি নাড্ডা। ফাইল ছবি (ANI Photo) (Sanjeev Gupta)

রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরামে এখনও ভোট বাকি রয়েছে। সেদিকেও নজর রাখছে গেরুয়া শিবির। সেখানে সংগঠন কতটা মজবুত রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

মোদী কি তাঁর মন্ত্রিসভায় রদবদল করবেন? এনিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। সূত্রের খবর, আগামী ৩ জুলাই প্রগতি ময়দানে নতুন তৈরি করা কনভেনশন সেন্টারে মন্ত্রিসভার সদস্য়দের নিয়ে  মিটিং হবে। প্রসঙ্গে সেই সেন্টারেই  আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ মিটিং হওয়ার কথা রয়েছে।

 এদিকে বুধবার মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। সেখানে সংগঠনের নানা দিক নিয়ে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে।  

এদিকে এই মিটিংয়ের পরেই জল্পনা ছড়াতে থাকে যে এবার হয়তো সরকারের অন্দরে বড় রদবদল হতে পারে। দলের অন্দরেও বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। আগামীতে লোকসভা ভোট। তার আগে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। কোথাও যাতে ত্রুটি না থাকে সেটা দেখার চেষ্টা করছে গেরুয়া শিবির। পিটিআই  সূত্রে খবর, গত কয়েকদিন ধরে অমিত শাহ, জেপি নাড্ডা, বিজেপির সাধারণ সম্পাদক( সংগঠন) বিএল সন্তোষ দফায় দফায় বৈঠক করেছেন। সেখানে সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক নানা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্য়ে। সেই নিরিখে এবার ঠিক কী ধরণের রদবদল হয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে।  

এদিকে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরামে এখনও ভোট বাকি রয়েছে। সেদিকেও নজর রাখছে গেরুয়া শিবির। সেখানে সংগঠন কতটা মজবুত রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে জুলাই মাসের শেষ সপ্তাহে সংসদের বর্ষাকালীন অধিবেশন হবে। সম্ভবত তার আগেই মিটিং ডাকছেন মোদী। 

এদিকে বিরোধী জোটও সলতে পাকাচ্ছে। সম্প্রতি পাটনায় মিটিংয়ে বসেছিলেন বিরোধীরা। মিটিংয়ের দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, ইতিহাসের শুরু হয়ে গেল। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ২০২৪ সালের ভোটে লড়াই করব।সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা একসঙ্গে লড়াই করব। আমাদের বিরোধী বলবেন না। আমরাও দেশপ্রেমিক। বিজেপি একনায়কতন্ত্র চালাচ্ছে। 

মমতা জানিয়েছিলেন, আমরাও দেশপ্রেমিক। যদি মণিপুর জ্বলে আমরা কষ্ট পাই। বিজেপির অত্যাচারের বিরুদ্ধে লড়াই হবে। পাটনা থেকে নয়া ইতিহাসের যাত্রা শুরু হল বলেও জানিয়েছেন মমতা।

এদিকে সামনের মাসে ফের বিরোধী জোটের মিটিং হবে। সেই মিটিং হবে সিমলায়।

তবে তার আগে এবার বড় মিটিং ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার সেই মিটিংয়ে মন্ত্রিসভার রদ বদল হয় কি না সেটাই এখন দেখার। 

বন্ধ করুন