তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস কে চন্দ্রশেখর রাওয়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর সম্পর্ক গত কয়েকদিনে তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে বিতর্ক দূরে সরিয়ে রেখে সৌজন্যের পরিচয় দিলেন মোদী। টুইট বার্তায় কেসিআর-এর উদ্দেশে মোদী লেখেন, ‘তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী কেসিআর গারুকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।’
গত ৫ ফেব্রুয়ারি হায়দরাবাদে স্ট্যাচু অফ ইকুয়ালিটি উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী কেসিআর। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। এর আগে থেকেই অবশ্য বিজেপি বিরোধিতার সুর চড়িয়েছিলেন কেসিআর। এই আবহে বিজেপি নেতারা কেসিআরকে আক্রমণ শানিয়েছিলেন। পাল্টা জবাব দিয়েছিলেন কেসিআরও। শুধু তাই নয়, সংসদে তেলাঙ্গানা গঠন নিয়ে মোদীর মন্তব্যের বিরোধিতা করে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিলেন টিআরএস-এর সাংসদরা।
এদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে সুর চড়িয়েছেন অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠকের উদ্যোগ নেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছেন স্ট্যালিন। এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছেন কেসিআর। মমতাও চাইছেন আঞ্চলিক দলগুলির জোট। এই আবহে কেসিআরও মমতার পথে হেঁটে বিজেপি ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন। এই আবহে রাজনৈতিক তিক্ততা ভুলে সৌজন্যমূলক বার্তা প্রধানমন্ত্রী মোদীর।