বিদেশ সফরে গিয়ে সেদেশের অভিনেতা-অভিনেত্রীদের দ্বারা মঞ্চস্থ রামায়ণ দেখলেন প্রধানমন্ত্রী মোদী।
উল্লেখ্য, দু'দিনের সফরে বৃহস্পতিবারই লাওস পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আয়োজিত ২১তম আসিয়ান-ভারত সম্মেলন এবং ১৯তম পূর্ব এশিয়া সম্মেলনে অংশ নেবেন তিনি।
সেই উপলক্ষ্যে এদিন লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে পৌঁছনোর পর সেখানকার রয়্যাল থিয়েটার অফ লুয়াং প্রাবাং দ্বারা অভিনীত ফালাক-ফালামের একটি পর্ব মঞ্চস্থ হতে দেখেন মোদী।
প্রসঙ্গত, এই ফালাক-ফালামের আরও একটি নাম হল - ফ্রা লাক ফ্রা রাম। যা আদতে ভারতীয় মহাকাব্য রামায়ণের স্থানীয় সংস্করণ।
সংবাদমাধ্যমে অনুষ্ঠানের যেসমস্ত ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, মঞ্চে যখন স্থানীয় অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয় করছেন, তখন দর্শকাসনের হাসিমুখে বসে রয়েছেন মোদী।
এদিন মোদী স্থানীয় ওই অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে সাক্ষাৎও করেন। তাঁদের সঙ্গে ছবি তোলেন। মোদীর সঙ্গেই বিদেশের মাটিতে রামায়ণের এই ভিন্ন ধরনের উপস্থাপনার সাক্ষী থাকেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, তাঁর মন্ত্রকের সচিব বিক্রম মিস্ত্রী-সহ অন্যরা।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা একটি প্রেস বিবৃতিতে এই প্রসঙ্গে জানানো হয়, 'লাওসেও রামায়ণ উদযাপন করা হচ্ছে। এই মহাকাব্যের মাধ্যমে সংশ্লিষ্ট দুই দেশের ঐতিহ্য এবং বহু প্রাচীন সভ্যতা ও তাদের মধ্যেকার সম্পর্ক প্রকাশিত হয়েছে।'
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ভারতে যে সমস্ত সংস্কৃতি ও রীতিনীতি পালন করা হয়, তা লাওসেও শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত হয়ে আসছে। দুই দেশই তাদের ঐতিহ্য রক্ষা করতে গভীরভাবে কাজ করে চলেছে।'
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, লাওসে অবস্থিত ভাট ফউ মন্দির ও তার সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক সৌধ সংস্কারের কাজ করছে আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
এদিনের এই অনুষ্ঠান লাওসের সরকার ও প্রশাসনের তরফে বহু মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম - লাওসের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষা ও ক্রীড়া মন্ত্রী, ব্যাংক অফ লাওসের গভর্নর এবং ভিয়েনতিয়েনের মেয়র।
এদিন রামায়ণ দেখতে যাওয়ার আগে স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদী। লাওসের সেন্ট্রাল বুদ্ধিস্ট ফেলোশিপ অর্গানাইজেশনের বরিষ্ঠ বৌদ্ধ সন্ন্যাসীদের আশীর্বাদ লাভ করেন তিনি

এই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, ভারত ও লাওস, এই দুই দেশেই বৌদ্ধ ধর্মের ঐতিহ্য রয়েছে। যার আরও একবার এই দুই দেশের সাংস্কৃতিক ও পরম্পরাগত সম্পর্কের প্রমাণ দেয়।
উল্লেখ্য, এদিন লাওসে প্রধানমন্ত্রী মোদীকে সরকারিভাবে স্বাগত জানান সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মোদীকে লাওসের সরকার ও সেনাবাহিনীর তরফ থেকে গার্ড অফ অনারও দেওয়া হয়।