নিজের দলের প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বিরুদ্ধে সরব হয়েছিলেন ওয়াইএসআর কংগ্রেসেরই সাংসদ কানুমারি রঘুরাম কৃষ্ণম রাজু। সিবিআই-এর এক বিশেষ আদালতের কাছে রঘুরাম কৃষ্ণম আবেদন করেছিলেন যাতে জগনমোহন রেড্ডির জামিন খারিজ করা হোক। কৃষ্ণমের অভিযোগ ছিল জগনমোহন রেড্ডি নাকি জামিনের শর্ত ভেঙেছেন। তাছাড়াও বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এরপরই এদিন হায়দরাবাদে নিজের বাড়ি থেকে গ্রেফতার হন সাংসদ। তাঁকে রাজ্য সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ সিআইডি।
জানা গিয়েছে, কানুমারি রঘুরাম কৃষ্ণম রাজুর বিরদ্ধে ১২৪এ (রাষ্ট্রদ্রোহ), ১৫৩এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা), ৫০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে সিআইডির তরফে জানানো হয়, 'শ্রী রাজুর বিরুদ্ধে আমাদের কাছে তথ্য রয়েছে যে তিনি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর লক্ষ্যে বক্তৃতা রাখছেন এবং সরকারের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রচার করছেন।'
সিআইডির তরফে আরও বলা হয়, 'দেখা গিয়েছে যে নিয়মিতভাবে তাঁর বক্তৃতার মাধ্যমে রাজু উত্তেজনা সৃষ্টির জন্য নিয়মতান্ত্রিক, পরিকল্পনামূলক প্রচেষ্টা চালাচ্ছিলেন। এবং বিভিন্ন সরকারি গণ্যমান্য ব্যক্তিকে এমনভাবে আক্রমণ করেছিলেন যা তাদের প্রতিনিধিত্বকারী সরকারের প্রতি অবিশ্বাস তৈরি করছে।'