চলতি মাসের জানুয়ারি পৃথিবীর কাছাকাছি ৫টি নিয়ার আর্থ অবজেক্ট(NEO) আসবে বলে জানিয়েছে নাসা।
অ্যাস্টেরয়েড ২০২১ YK
অ্যাস্টেরয়েড ২০২১ YK ৩৮ ফিট(১২ মিটার) বিস্তৃত। গত ২ জানুয়ারি এটি পৃথিবী থেকে ১,১৮,০০০ মাইল দূর দিয়ে বেরিয়ে গিয়েছে।
2014 YE15
আগামী ৬ জানুয়ারি একটি ২৪ ফুট বিস্তৃত গ্রহাণু পৃথিবী থেকে ৪৬ লক্ষ মাইল দূর দিয়ে যাবে।
2020 AP1
এটি এই তালিকায় ক্ষুদ্রতম। মাত্র ১৩ ফুট বিস্তৃত। আগামী ৭ জানুয়ারি পৃথিবী থেকে ১.০৮ মিলিয়ন মাইল দূর দিয়ে এটি চলে যাবে।
গ্রহাণু 2013 YD48
এটি নতুন বছরে পৃথিবীর অন্যতম NEO গ্রহাণু। এটি ব্যাপ্তিতে প্রায় ৩৪০ ফুট। পৃথিবী থেকে প্রায় ৩৪.৮ লক্ষ মাইল দূর দিয়ে এটি বেরিয়ে যাবে।
জ্যোতির্বিজ্ঞানের পরিমাপে 'সন্নিকটস্থ'
আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে এই স্কেল গুলিয়ে ফেললে চলবে না। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে 'কাছাকাছির' পরিমাপ কিন্তু অনেকটাই বেশি। পৃথিবী থেকে ১৯.৪ কোটি কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে কোনও গ্রহাণু বা অন্যান্য ছোট সৌরজাগতিক বস্তুকে পৃথিবীর নিকটবর্তী বস্তু হিসাবে বিবেচনা করা হয়।