বাংলা নিউজ > ঘরে বাইরে > NASA-র তোলা মেরুজ্যোতির এই Video পালটে দেবে আপনার দিন! না দেখলে মিস করবেন

NASA-র তোলা মেরুজ্যোতির এই Video পালটে দেবে আপনার দিন! না দেখলে মিস করবেন

ফাইল ছবি: নাসা (NASA)

মহাকাশ সংস্থা উত্তর আমেরিকার আকাশ জুড়ে নর্দান লাইটের সবুজ রঙের ছবি শেয়ার করেছে। ইনস্টাগ্রামে নাসার পেজ থেকে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে পৃথিবীর গোলাকার উত্তর অংশটি দেখা যাচ্ছে। তার ঠিক উপরে বায়ুমণ্ডলে অন্ধকারের মাঝেই সবুজ আলোর খেলা।  

রাতের আকাশের সেরা দৃশ্যগুলির মধ্যে সুন্দরতম নিঃসন্দেহে 'অরোরা বোরিয়ালিস'। মেরুজ্যোতির এই আলো চাক্ষুষ করার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। অনেকেই উত্তরের আলো দেখার জন্য বছরের পর বছর বা এমনকি সারাজীবন অপেক্ষা করেন। এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এই সবুজ আলোর ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়। মার্কিন মহাকাশ সংস্থা NASA সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে উত্তরের আলোর সবুজ আভার একটি ভিডিয়ো প্রকাশ করেছে। আরও পড়ুন: পৃথিবীর সবাইকে ধনকুবের করে তুলতে পারে এই গ্রহাণু! জানুন কীভাবে

মহাকাশ সংস্থা উত্তর আমেরিকার আকাশজুড়ে নর্দান লাইটের সবুজ রঙের ছবি শেয়ার করেছে। ইনস্টাগ্রামে নাসার পেজ থেকে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে পৃথিবীর গোলাকার উত্তর অংশটি দেখা যাচ্ছে। তার ঠিক উপরে বায়ুমণ্ডলে অন্ধকারের মাঝেই সবুজ আলোর খেলা। ক্লিপটিতে উত্তর আমেরিকা ও মধ্যপশ্চিম আমেরিকার শহরগুলির উজ্জ্বল আলোও দেখা যাচ্ছে।

NASA ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে এর একটি জনপ্রিয় গান 'ইয়েলো'র একটি লাইন ক্যাপশনে ব্যবহার করেছে। পোস্টের ক্যাপশনে লেখা, 'দেখুন তারা আপনার জন্য কীভাবে জ্বলছে।'(Look how they shine for you.)

মহাকাশ সংস্থা এই ঘটনার পিছনে বৈজ্ঞানিক কারণও ব্যাখ্যা করেছে। সূর্যের ক্রিয়াকলাপ, যেমন বিস্ফোরক শিখা এবং করোনাল ভর নির্গমন, চৌম্বকীয় ব্যাঘাত ঘটা ইত্যাদি কারণে এই প্রাকৃতিক আলো দেখা যায়। শক্তিতে ভরপুর চার্জযুক্ত ইলেকট্রন সৌরবায়ুর মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে চলে আসে। এই কণাগুলো চুম্বকমণ্ডলে প্রবেশ করলে সাবস্টর্ম তৈরি হয়। বায়ুমণ্ডলের এই স্তরই আমাদের সৌর ও মহাজাগতিক বিকিরণ থেকে রক্ষা করে।

এই দ্রুত চলমান সাবস্টর্ম কণাই আমাদের পাতলা, উচ্চতর বায়ুমণ্ডলে আছড়ে পড়ে। পৃথিবীর অক্সিজেন এবং নাইট্রোজেন কণার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এই বায়ু কণাগুলি সংঘর্ষ থেকে যে শক্তি সংগ্রহ করে, তা ত্যাগ করতে শুরু করে। প্রতিটি পরমাণু আলাদা রঙে জ্বলতে শুরু করে। এর ফলে উজ্জ্বল আলোর ফিতার ন্যায়ে আকাশে এক অদ্ভুত দৃশ্যের সৃষ্টি হয়। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চল জুড়ে এই দৃশ্য দেখা যায়।

যেহেতু এই চুম্বকমন্ডল বা ম্যাগনেটোস্ফিয়ার পৃথিবীর মেরুগুলির কাছেই সবচেয়ে কম, সেই কারণেই অরোরা সাধারণত এই অঞ্চলেই বেশি দৃশ্যমান হয়। তবে, যখন সূর্যে খুব শক্তিশালী সৌরঝড় হয়, তখন বেশি পরিমাণে অরোরা দেখা যায়। আরও পড়ুন: X-Class Solar Flare: ফের ঘটল ভয়াবহ সৌর বিস্ফোরণ! সাংঘাতিক প্রভাব পৃথিবীতে

গতকাল শেয়ার করার পর থেকে, ভিডিয়োটিতে ১০ লক্ষেরও বেশি লাইক পড়েছে। ১২.৩ মিলিয়ন ভিউ এসেছে এই ভিডিয়োতে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীই জীবনে অন্তত একবার এই দৃশ্য নিজের চোখে দেখার স্বপ্নের কথা জানিয়েছেন। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন