নাসা-র উপগ্রহে ধরা পড়ল আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণের 'ভয়ঙ্কর-সুন্দর' এক দৃশ্য। তথ্য বলছে, লাভা উদগীরণের এই ঘটনাটি ঘটেছে আইসল্যান্ডে। এবং এটি একেবারেই হালের ঘটনা।
ওই একই ছবিতে দেখা গিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ওই এলাকায় এক পেল্লায় ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে। এই ছবিটি তুলেছে নাসা-র উপগ্রহ ল্যান্ডস্যাট ৯-এর ওএলআই-২ (অপারেশনাল ল্যান্ড ইমেজার-২)।
আইসল্যান্ডের রেইকজেনেস উপদ্বীপে সুন্ধুঙ্কুর ক্রেটার সিরিজের একটি ফাটল থেকে এই লাভা উদগীরণের ঘটনাটি ঘটেছে। সেই লাভা ওই এলাকার প্রধান সড়কজুড়ে প্রবাহিত হতে দেখা গিয়েছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং বর্তমানে বন্ধ ব্লু লেগুনের খুব কাছেই এই ভৌগোলিক ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। তথ্য বলছে, গত একবছরের মধ্যে এই নিয়ে ওই এলাকায় এটি সপ্তম অগ্ন্যুৎপাতের ঘটনা।
এই প্রসঙ্গে নাসা-র আর্থ অবসার্ভেটরির তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছ, 'এই প্রাকৃতিক রঙিন দৃশ্যটি গত ২৪ নভেম্বরের ঘটনা। ওএলআই-২ এই ঘটনার ছবি তুলেছে।'
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই লাভা উদগীরণের ফলে ওই এলাকা বায়বীয় আবরণে ঢেকে গিয়েছে। এই বায়বীয় পদার্থের মধ্য মূলত সালফার অক্সাইড রয়েছে। তবে, এই লাভা উদগীরণের ফলে আইসল্যান্ড থেকে উড়ান পরিষেবা চালাতে কোনও সমস্যা হয়নি বা তাতে কোনও ব্যাঘাত ঘটেনি।
আইসল্যান্ডের আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, এর আগে ওই এলাকায় সম্প্রতি যে লাভা উদগীরণের ঘটনাগুলি ঘটেছিল, সেগুলির ক্ষেত্রে যত দ্রুত উদগীরণ বন্ধ হয়েছিল, এটির ক্ষেত্রে তেমনটা হয়নি। তবে, শেষ ২৪ ঘণ্টায় (২৭ নভেম্বরের হিসাবে) লাভা উদগীরণের প্রক্রিয়া কিছুটা থিতু হয়েছে।
এই প্রসঙ্গে গত ২৭ নভেম্বর আবহাওয়া বিভাগের তরফে একটি বিবৃতি প্রকাশ করে হয়। তাতে বলা হয়েছে, 'গত ২৪ ঘণ্টায় লাভার উদগীরণ কিছুটা স্থিতিশীল হয়েছে। আপাতত মূলত পূর্ব দিকে এবং দক্ষিণ-পূর্ব দিকেই লাভা প্রবাহিত হচ্ছে। সেই লাভা ক্রমশ ফাগরাদাল্সফিয়াকের দিকে অগ্রসর হচ্ছে।'
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই লাভা উদগীরণের ফলে 'ফাগরাদাল্সফিয়াকের কাছেই যে লাভা ফিল্ড রয়েছে, সেটি খুব সামান্য বিস্তার লাভ করেছে। কিন্তু, সেটির ঘনত্ব লাগাতার বাড়ছে। তবে, অগ্ন্যুৎপাতজনিত বিস্ফোরণগুলি অনেকটাই কমেছে।'
বিজ্ঞানীদের দেওয়া ব্যাখ্যা অনুসারে, আইসল্যান্ডের বর্তমান অগ্ন্যুৎপাতের ঘটনাটি হল একটি 'ফিসার অগ্ন্যুৎপাত'। 'ফিসার' হল একটি ফ্র্যাকচার বা ফাটল। যার মধ্য দিয়ে ম্যাগমার একটি ঘন তরল পাত প্রবাহিত হয়। যখন এই ফাটলগুলি ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে এসে পৌঁছয়, তখনই এভাবে লাভা উদগীরণ ঘটে।
বিবিসি-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে আইসল্যান্ডের এই এলাকার আগ্নেয়গিরিগুলি পুনরায় জেগে ওঠার আগে প্রায় ৮০০ বছর ধরে নিষ্ক্রিয় ছিল!