বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রায় ৭.২ কোটি আলোকবর্ষ দূরের প্রায় ডার্ক ম্যাটারহীন ছায়াপথের খোঁজ পেল নাসা

প্রায় ৭.২ কোটি আলোকবর্ষ দূরের এক ছায়াপথের অদ্ভুত বৈশিষ্ট্যের কথা তুলে ধরল নাসা। এই ছায়াপথে আকাশগঙ্গা ছায়াপথের তুলনায় প্রায় ২০০ ভাগের ১ ভাগ নক্ষত্র রয়েছে। কিন্তু ব্যাপ্তিতে আকাশগঙ্গারই সমান।

কিন্তু এর মূল বিশেষত্ব অন্য জায়গায়। তার আগে জানতে হবে, ডার্ক ম্যাটারের (Dark Matter) বিষয়ে। সুবিস্তৃত ছায়াপথগুলিতে নক্ষত্রগুলি একত্রিত থাকে কী করে? তার পিছনে মূল 'আঠা' বলা যেতে পারে এই ডার্ক ম্যাটারকে। এর প্রভাবেই সংযুক্ত থাকে একটি ছায়াপথের বিভিন্ন নক্ষত্রগুলি। নয় তো শুধু পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে এত বিস্তৃত স্থানজুড়ে এত নক্ষত্র সংযুক্ত থাকা সম্ভব নয়। তাই অদৃশ্য আঠার কৃতিত্ব ডার্ক ম্যাটারেরই।

কিন্তু এই ডার্ক ম্যাটারই অস্বাভাবিক রকমের কম, এমন এক ছায়াপথের (Galaxy) খোঁজ মিলেছে। এখানেই এই আবিষ্কারের বিশেষত্ব। নাসার হাবল (NASA Hubble)-এর গবেষকরা এর খোঁজ পান। এছাড়া অন্যান্য ছায়াপথের মতো এটির কোনও সেন্ট্রাল রিজিয়ন, চক্র বা ডিস্ক আকৃতিও নেই।

ব্যতিক্রমী এই ছায়াপথে স্বাভাবিকের তুলনায় ৪০০ ভাগের এক ভাগ ডার্ক ম্যাটার রয়েছে। এর পরেই গোটা ডার্ক ম্যাটার তত্ত্ব নিয়েই আবার নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন বিজ্ঞানীরা।

বন্ধ করুন