বাংলা নিউজ > ঘরে বাইরে > 'দ্য কেরালা স্টোরি'র প্রযোজককে জনসমক্ষে ফাঁসি দেওয়ার দাবি বিধায়কের, জোর বিতর্ক

'দ্য কেরালা স্টোরি'র প্রযোজককে জনসমক্ষে ফাঁসি দেওয়ার দাবি বিধায়কের, জোর বিতর্ক

'দ্য কেরালা স্টোরি'র প্রযোজককে জনসমক্ষে ফাঁসি দেওয়ার দাবি বিধায়কের (HT_PRINT)

দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিয়ে বিতর্কের অন্ত নেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সেটি নিষিদ্ধ হয়েছে। তা নিয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে। আর এরই মধ্যে মহারাষ্ট্রে এক এনসিপি বিধায়ক দাবি তুললেন, এই সিনেমার প্রযোজককে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিয়ে বিতর্কের অন্ত নেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সেটি নিষিদ্ধ হয়েছে। তা নিয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে। আর এরই মধ্যে মহারাষ্ট্রে এক এনসিপি বিধায়ক দাবি তুললেন, এই সিনেমার প্রযোজক বিপুল শাহকে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে, এনসিপি নেতা তথা বিধায়ক জিতেন্দ্র আওয়াধ এই দাবি তুলেছেন। তিনি অভিযোগ করেন, এই সিনেমার নাম করে একটি রাজ্য এবং সেই রাজ্যের মহিলাদের অপমান করা হয়েছে।

এনসিপি বিধায়ক সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘দ্য কেরালা স্টোরি আদতে সিনেমার নামে একটি রাজ্য ও সেখানকার নারীদের অসম্মান করেছে। তিনজনের সরকারি পরিসংখ্যান থেকে ৩২ হাজারের অনুমান করা হয়েছিল। যে ব্যক্তি এই কাল্পনিক সিনেমা তৈরি করেছেন তাঁকে জনসমক্ষে ফাঁসি দেওয়া উচিত।’ উল্লেখ্য, গতবছর ‘দ্য কাশ্মীর ফাইলস’ যেভাবে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়েও দেশে তেমনটাই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যাতে রাজ্যে এই সিনেমা না দেখানো হয়। অপরদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে এই সিনেমাকে কর মুক্ত ঘোষণা করা হয়েছে।

এদিকে এর আগেও 'দ্য কেরালা স্টোরি'র দলের এক সদস্যকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরিচালক সুদীপ্ত সেন পুলিশের কাছে অভিযোগ করেছেন যে তাঁদের দলের এক সদস্যকে হুমকি ভরা মেসেজ পাঠানো হয়েছে। বলা হয়েছে তাঁরা যেন বাড়ি থেকে একা না বেরোন। প্রসঙ্গত, এই ছবি নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক তৈরি হয়ে আসছে। কেরলে এই সিনেমা নিষিদ্ধ করার জন্য বাম সরকারের কাছে আবেদন করেছিল সেই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। তবে কেরলের সরকার সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেনি। তবে গতকল পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে মমতা নির্দেশ দেন, রাজ্যের কোনও সিনেমা হলে দেখানো যাবে না 'দ্য কেরালা স্টোরি'। এরপরই এই ছবির প্রযোজক বিপুল শাহ মামলা করবেন বলে জানিয়ে দিয়েছিলেন। সেই মতো শীর্ষ আদালতে গেলেন সিনেমার নির্মাতারা।

ঘরে বাইরে খবর

Latest News

৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.