বাংলা নিউজ > ঘরে বাইরে > 'দ্য কেরালা স্টোরি'র প্রযোজককে জনসমক্ষে ফাঁসি দেওয়ার দাবি বিধায়কের, জোর বিতর্ক

'দ্য কেরালা স্টোরি'র প্রযোজককে জনসমক্ষে ফাঁসি দেওয়ার দাবি বিধায়কের, জোর বিতর্ক

'দ্য কেরালা স্টোরি'র প্রযোজককে জনসমক্ষে ফাঁসি দেওয়ার দাবি বিধায়কের (HT_PRINT)

দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিয়ে বিতর্কের অন্ত নেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সেটি নিষিদ্ধ হয়েছে। তা নিয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে। আর এরই মধ্যে মহারাষ্ট্রে এক এনসিপি বিধায়ক দাবি তুললেন, এই সিনেমার প্রযোজককে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিয়ে বিতর্কের অন্ত নেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সেটি নিষিদ্ধ হয়েছে। তা নিয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে। আর এরই মধ্যে মহারাষ্ট্রে এক এনসিপি বিধায়ক দাবি তুললেন, এই সিনেমার প্রযোজক বিপুল শাহকে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে, এনসিপি নেতা তথা বিধায়ক জিতেন্দ্র আওয়াধ এই দাবি তুলেছেন। তিনি অভিযোগ করেন, এই সিনেমার নাম করে একটি রাজ্য এবং সেই রাজ্যের মহিলাদের অপমান করা হয়েছে।

এনসিপি বিধায়ক সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘দ্য কেরালা স্টোরি আদতে সিনেমার নামে একটি রাজ্য ও সেখানকার নারীদের অসম্মান করেছে। তিনজনের সরকারি পরিসংখ্যান থেকে ৩২ হাজারের অনুমান করা হয়েছিল। যে ব্যক্তি এই কাল্পনিক সিনেমা তৈরি করেছেন তাঁকে জনসমক্ষে ফাঁসি দেওয়া উচিত।’ উল্লেখ্য, গতবছর ‘দ্য কাশ্মীর ফাইলস’ যেভাবে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়েও দেশে তেমনটাই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যাতে রাজ্যে এই সিনেমা না দেখানো হয়। অপরদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে এই সিনেমাকে কর মুক্ত ঘোষণা করা হয়েছে।

এদিকে এর আগেও 'দ্য কেরালা স্টোরি'র দলের এক সদস্যকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরিচালক সুদীপ্ত সেন পুলিশের কাছে অভিযোগ করেছেন যে তাঁদের দলের এক সদস্যকে হুমকি ভরা মেসেজ পাঠানো হয়েছে। বলা হয়েছে তাঁরা যেন বাড়ি থেকে একা না বেরোন। প্রসঙ্গত, এই ছবি নিয়ে প্রথম থেকেই নানা বিতর্ক তৈরি হয়ে আসছে। কেরলে এই সিনেমা নিষিদ্ধ করার জন্য বাম সরকারের কাছে আবেদন করেছিল সেই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। তবে কেরলের সরকার সিনেমা নিষিদ্ধ ঘোষণা করেনি। তবে গতকল পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে মমতা নির্দেশ দেন, রাজ্যের কোনও সিনেমা হলে দেখানো যাবে না 'দ্য কেরালা স্টোরি'। এরপরই এই ছবির প্রযোজক বিপুল শাহ মামলা করবেন বলে জানিয়ে দিয়েছিলেন। সেই মতো শীর্ষ আদালতে গেলেন সিনেমার নির্মাতারা।

বন্ধ করুন