বাংলা নিউজ > ঘরে বাইরে > 'পুনরুত্থানের শেষ সুযোগ', বৈঠক চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন সিধু

'পুনরুত্থানের শেষ সুযোগ', বৈঠক চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন সিধু

পঞ্জাবের কংগ্রেস নেতা নভজ্যোত্ সিং সিধু (ছবি সৌজন্যে এএনআই) (HT_PRINT)

পঞ্জাবের জন্য ১৩ দফা ইস্যু নিয়ে আলোচনা করতে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষআত করতে চান নভজ্যোত্ সিং সিধু। 

পঞ্জাবের কংগ্রেস নেতা নভজ্যোত্ সিং সিধু দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রচারের রূপরেখা ঠিক করতে বৈঠক চাইলেন। পঞ্জাবের জন্য ১৩ দফা অ্যাজেন্ডা উপস্থাপনের জন্য এই বৈঠক চেয়েছেন তিনি। চিঠিতে তিনি বলেন, 'পঞ্জাবের পুনরুত্থান এবং মুক্তির জন্য শেষ সুযোগ এটা।'

চিঠিতে সিধু যে বিষয়গুলো তুলে ধরেছেন তার মধ্যে রয়েছে ধর্মীয় অপরাধের বিচার, পাঞ্জাবের মাদকদ্রব্য পাচার, কৃষি সমস্যা, কর্মসংস্থানের সুযোগ, বালি উত্তোলন এবং পিছিয়ে পড়া শ্রেণীর কল্যাণের বিষয়। ১৫ অক্টোবর তারিখে লেখা চিঠিটি সিধু আজ টুইটারে শেয়ার করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গে দেখা করেন সিধু। কথা বলেন পঞ্জাবের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের সঙ্গেও। এরপরই শুক্রবার সিধু দেখা করেন রাহুলের সঙ্গে। এরপরই পঞ্জাবের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা হরিশ রাওয়াত দাবি করেন যে সিধু পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভআপতি পদে বহাল থাকবেন।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন সিধু। কংগ্রেস সভাপতির হওয়ার পর অমরিন্দর সিংকে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে উঠে পড়ে লেগেছিলেনন সিধু। শেষমেশ অপমানিত হয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং। অমরিন্দরের পর সিধুকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে বলে মনে করা হলেও, দলের শীর্ষ নেতৃত্ব চরণজিৎ সিং চন্নিকে পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করে। নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর গঠিত নয়া মন্ত্রিসভা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সভাপতির পদ থেকে সিধু ইস্তফা দেন।

ঘরে বাইরে খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.