বাংলা নিউজ > ঘরে বাইরে > আরব সাগরে INS কলকাতা থেকে উড়ে গেল রোমিও, নেভির নতুন চপার MH-60R

আরব সাগরে INS কলকাতা থেকে উড়ে গেল রোমিও, নেভির নতুন চপার MH-60R

ভারতীয় নৌসেনার নতুন হেলিকপ্টার-MH-60R। সংগৃহীত ছবি

গত বছর কোচিতে প্রথম MH-60R চপার নেভির হাতে তুলে দেওয়া হয়েছিল। এটা বলা যেতেই পারে, আগামী দিনে নেভিকে আরও শক্তিশালী করতে কার্যকরী ভূমিকা নেবে এই হেলিকপ্টার।

রাহুল সিং

ভারতীয় নৌসেনার নতুন হেলিকপ্টার-MH-60R। আরব সাগরে শুক্রবার এই প্রথম ওই হেলিকপ্টারটি যুদ্ধ জাহাজ থেকে উড়ে গেল। আবার ল্যান্ডিং করল ওই যুদ্ধ জাহাজে। বলা হচ্ছে সাবমেরিনের বিরুদ্ধে যুদ্ধে, নজরদারি বৃদ্ধি করতে নেভিকে সহায়তা করবে এই হেলিকপ্টার।

ওয়াকিবহাল মহলের মতে, ২৪টি চপারের ব্যাপারে আমেরিকার সঙ্গে চুক্তি করা হয়েছিল। তিন বছর আগে এই চুক্তি হয়েছিল। আর তারই অঙ্গ হিসাবে এবার ভারতীয় নেভির হাতে এসেছে তিনটি আধুনিক হেলিকপ্টার।

ওয়াকিবহাল মহলের মতে, এই চপারটি রোমিও নামে পরিচিত। আইএনএস কলকাতা থেকে এদিন এটি উড়ে যায় ও পরে ল্যান্ডিং করে।

নেভির তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, জলের নীচে দিয়ে যাতে শত্রুপক্ষ হামলা চালাতে না পারে, জলপথে নজরদারি চালাতে, ও অন্যান্য় নজরদারির জন্য এটি ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজের সঙ্গে অঙ্গীভূত হবে। এটি নেভিকে অ্যান্টি সাবমেরিন লড়াইতে বিশেষভাবে সহায়তা করবে। আরও দুটি এমএইচ-৬০ আরও নেভির হাতে তুলে দেওয়া হয়েছে

মনে করা হচ্ছে আগামী দু বছরের মধ্য়ে সমস্ত চপার ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হতে পারে। প্রসঙ্গত গত বছর কোচিতে প্রথম MH-60R চপার নেভির হাতে তুলে দেওয়া হয়েছিল। এটা বলা যেতেই পারে, আগামী দিনে নেভিকে আরও শক্তিশালী করতে কার্যকরী ভূমিকা নেবে এই হেলিকপ্টার। এটি নেভির অ্য়ান্টি সাবমেরিন যুদ্ধ, অ্য়ান্টি শিপ লড়াইতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন