জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (এনসি) প্রধান ফারুক আবদুল্লা ‘মাতা শেরা ওয়ালি’কে উৎসর্গ করা একটি ভজন গেয়ে ভক্তদের অবাক করে দিলেন। আবদুল্লার সেই ভজনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কাটরার একটি আশ্রমে একটি ভজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে গায়ক ও শিশুদের সঙ্গে যোগ দেন ফারুক আবদুল্লা। এদিন ভজনের পাশাপাশি ফারুক আবদুল্লা কাটরায় রোপওয়ে নির্মাণ নিয়ে সরব হয়ে জনগণের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন।
আরও পড়ুন: ‘কে প্রধানমন্ত্রী হবে ভুলে যান, আগে নির্বাচনে জয়ী হোন’, খাড়গেকে বার্তা ফারুকের
এদিন ফারুক আবদুল্লাকে শোনা যায়, ‘তুনে মুখে বুলায়া শেরওয়ালিয়ে, মে আয়া মে আয়া শেরাওয়ালিয়ে’ ভজন। পরে আবদুল্লা কাটরাতে রোপওয়ে নির্মাণের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, যে মাতা বৈষ্ণো দেবী মন্দিরের পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের এমন কাজ করা এড়িয়ে চলা উচিত যা জনগণের সমস্যা হতে পারে। আবদুল্লা রোপওয়ে প্রকল্পের বিরুদ্ধে কাটরার মানুষের প্রতিবাদকে সমর্থন করেন। তিনি বলেন, ‘যারা মন্দির চালাচ্ছেন তাদের এমন কিছু করা উচিত নয় যা স্থানীয় মানুষের স্বার্থের ক্ষতি করে বা তাদের জন্য সমস্যা তৈরি করে।’
প্রাক্তন মুখ্যমন্ত্রী শহরের স্বার্থ বিবেচনা না করে রোপওয়ে নির্মাণের জন্য বোর্ডের সমালোচনা করেন। আবদুল্লা বলেন, ‘আপনারা সাহস দেখিয়েছেন এবং সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন এটা বন্ধ করার জন্য। তারা বুঝতে পেরেছে ক্ষমতা জনগণের হাতে, সরকারের নয়।’ আবদুল্লা জোর দিয়েছেন যে জনগণের কাছে সরকার তৈরি বা ভাঙার ক্ষমতা রয়েছে এবং এখন আধিকারিকরা তাঁদের কাছে যাচ্ছেন যেখানে রোপওয়ে নির্মাণ করা উচিত তা নিয়ে আলোচনা করতে।
ফারুক আবদুল্লা সম্প্রতি বলেছিলেন, যে জম্মু ও কাশ্মীরকে কবে পুনরুদ্ধার করা হবে তা একমাত্র ঈশ্বরই জানেন। তিনি বলেছিলেন, ‘জম্মু ও কাশ্মীরে কবে রাষ্ট্রীয় মর্যাদা পুনরুদ্ধার করা হবে এবং আমরা রাষ্ট্রীয় মর্যাদা ফিরে পাব তা একমাত্র ঈশ্বরই জানেন।’ জম্মু ও কাশ্মীর সরকারে কংগ্রেসের জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্সকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠলে তিনি বলেছিলেন, ‘কংগ্রেসকে জিজ্ঞেস করা যেতে পারে তারা কী চায়। তারা আমাদের কাছে কী চায়? সরকার জানে তাকে কী করতে হবে এবং কোনও চাপ ছাড়াই নিজের মতো কাজ করবে।