বাংলা নিউজ > ঘরে বাইরে > স্কুলছুট কিশোরীদের রেশন প্রকল্পে বড়সড় দুর্নীতি মধ্য প্রদেশে, তালিকায় ৯৫% নামই ভুয়ো

স্কুলছুট কিশোরীদের রেশন প্রকল্পে বড়সড় দুর্নীতি মধ্য প্রদেশে, তালিকায় ৯৫% নামই ভুয়ো

মধ্য প্রদেশে স্কুলছুট কিশোরীদের রেশন প্রাপ্তি প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ আনল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

২০১৯ সালে মোট ১.৭১ লাখ স্কুলছুট বয়ঃসন্ধি প্রাপ্ত মেয়ে রেশন পেয়েছিল। কিন্তু রাজ্য স্কুলশিক্ষা দফতরের নথি অনুযায়ী, বাস্তবে মাত্র ৮,৬০০ ছাত্রী স্কুল যাওয়া বন্ধ করেছিল।

মধ্য প্রদেশে স্কুলছুট কিশোরীদের রেশন প্রাপ্তি (take home ration scheme) প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ আনল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিআর)। অভিযোগ, প্রাপক তালিকায় ৯৫% নামই ভুয়ো। 

পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন দফতর মোট ১.৭১ লাখ স্কুলছুট বয়ঃসন্ধি প্রাপ্ত মেয়েদের রেশন দিয়েছে। কিন্তু মধ্য প্রদেশ স্কুলশিক্ষা দফতরের নথি অনুযায়ী, বাস্তবে মাত্র ৮,৬০০ ছাত্রী স্কুল যাওয়া বন্ধ করেছিল। হিসাবের এই গরমিল সম্প্রতি রাজ্য প্রশাসনের গোচরে এনে তদন্দের দাবি জানিয়েছে কমিশন। 

জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোর মতে, প্রকল্প নিয়ে মধ্য প্রদেশে চূড়ান্ত দুর্নীতি শুরু হয়েছে। রাজ্য স্কুলশিক্ষা দফতর এবং কম্পট্রোলার অডিটর জেনারেল (সিএজি) বিষয়টির সঙ্গে সহমত হলে গত ২ ফেব্রুয়ারি তিনি আর্থিক অপরাধ বিভাগের (EOW) কাছে ঘটনার তদন্ত দাবি করে চিঠি লেখেন। তাঁর দাবি, ‘এ শুধু হিমশৈলের চূড়া মাত্র। এটি কমপক্ষে ১০০ কোটি টাকার বেশি অর্থের দুর্নীতি।’

কানুনগো জানিয়েছেন, ‘২০১৯ সালের মার্চ মাসে বিদিশা জেলার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আচমকা সফর করি। সেখানে রেশন প্রাপক মেয়েদের একটি তালিকা দেখতে পাই। তাদের মধ্যে কয়েকজনকে চিনতাম বলে তাদের পরিবারের সদস্যদের ডেকে মেয়েদের আবার স্কুলে পাঠাতে বলি। কিন্তু জানতে পারি, ওই মেয়েরা রেশন পাচ্ছে না এবং নিয়মিত স্কুলে যাচ্ছে। তাদের নামে রেশন তুলছে অন্য কেউ।’

তিনি আরও বলেন, ‘পরে এনসিপিআর নারী ও শিশু কল্যাণ দফতরের কাছে রেশন প্রকল্পে প্রাপকদের সম্পর্কে তথ্য চায়। দফতর আমাদের জানিয়েছে, মোট ১.৭১ লাখ স্কুলছুট কিশোরী নিয়মিত রেশন পেয়ে থাকে। তদন্তের স্বার্থে আমি তাদের নাম জানতে চাই, কিন্তু কখনও নির্দিষ্ট তথ্য পাইনি।’

কানুনগোর দাবি, ‘রাজ্য স্কুলশিক্ষা দফতরের কাছে ১১ থেকে ১৪ বছর বয়েসিস্কুলছুট মেয়েদের সম্পর্কে তথ্য জানতে চায় এনসিপিসিআর। দফতর জানায়, মোট ৮.৬০০ মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করেছে। তথ্যে এত বড়  ফাঁক থাকায় বিষয়টি আমি সিএজি-কে জানিয়ে চিঠি পাঠাই এবং তদন্তের আর্জি জানাই। সিএজি রিপোর্টে জানা যায়, বেতুল, গোয়ালিয়র, ডিন্ডোরি ও সিংরাউলি জেলায় রেশন প্রকল্পে বছরে ৪ কোটি টাকার গরমিল রয়েছে।’

বিষয়টি রাজ্য সরকার ও EOW-কে জানিয়ে তদন্তের আবেদন জানিয়েছে এনসিপিআর। অন্য দিকে, ২০২০ সালে বিষয়টি তদন্ত করে রাজ্য নারী ও শিশু কল্যাণ দফতর জানতে পেরেছে যে, রেশন প্রাপকের সংখ্যা ইতিমধ্যে কমে মাত্র ৯৬,০০০ হয়েছে। 

মধ্য প্রদেশ নারী ও শিশু কল্যাণ দফতরের কমিশনার স্বাতী নায়েক জানিয়েছেন, ‘আমরা আধার কার্ডের মাধ্যমে রেশন প্রাপকদের চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু করেছি। ২০১৯ সালে করা দুর্নীতির অভিযোগও আমরা খতিয়ে দেখছি।’

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.