যাবতীয় পাপ ধোয়ার জন্য মহাকুম্ভে স্নান করতে গিয়েছিলেন শরদ পাওয়ার গোষ্ঠীর এনসিপি নেতা তথা সোলাপুরের প্রাক্তন মেয়র মহেশ কোঠে। আর তারপরেই ঘটল বিপত্তি। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করার জন্য জলে নামতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। জানা যায়, ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে।
আরও পড়ুন: মহাকুম্ভ মেলায় SP-র শিবিরে মুলায়ম সিংয়ের মূর্তি, তীব্র সমালোচনায় আখড়া পরিষদ
দলীয় সূত্রে জানা গিয়েছে, নদীর জলে নামতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বুধবার শেষকৃত্যের জন্য তাঁর দেহ সোলাপুরে আনা হবে। তাঁর পরিবারে রয়েছে স্ত্রী ও এক পুত্র। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার। তিনি জানিয়েছেন, এই কঠিন মুহূর্তে তিনি এবং তাঁর দল কোঠের পরিবারের সঙ্গে রয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সোলাপুরের সর্বকনিষ্ঠ প্রাক্তন মেয়র এবং আমার পুরানো সহকর্মী মহেশ কোঠে প্রয়াগরাজে মর্মান্তিকভাবে মারা গিয়েছেন। সোলাপুর শহরে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে মহেশ কোঠের একটি উল্লেখযোগ্য প্রভাব ছিল। তাঁর মৃত্যুতে, সোলাপুর একজন গতিশীল এবং নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। আমরা সবাই শোকে কোঠে পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ উল্লেখ্য, কোঠে গত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সোলাপুর (উত্তর) থেকে বিজেপির বিজয় দেশমুখের বিরুদ্ধে লড়েছিলেন। যদিও তিনি হেরে গিয়েছিলেন।
প্রসঙ্গত, মহাকুম্ভ মেলায় কোটি কোটি ভক্তের ঢল নেমেছে প্রয়াগরাজে। উত্তর প্রদেশ সরকারের মতে, মঙ্গলবার প্রায় ৩.৫ কোটি ভক্ত পুণ্যস্নান করেছেন, যা প্রথম দিনের সংখ্যার প্রায় দ্বিগুণ ছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার নিশ্চিত করেছেন যে মকর সংক্রান্তি উপলক্ষে প্রয়াগরাজের সঙ্গমে ৩.৫ কোটির বেশি ভক্ত পূণ্য স্নান করেছেন।
তিনি এক্স পোস্টে লিখেছেন, ‘বিশ্বাস, সাম্য ও ঐক্যের মহান সঙ্গমে পবিত্র মকর সংক্রান্তির শুভ উপলক্ষ্যে পবিত্র সঙ্গমে ডুব দেওয়া সকল শ্রদ্ধেয় সাধু, কল্পবাসী এবং ভক্তদের আন্তরিক শুভেচ্ছা।’