বিজেপির এক মহিলা এমপিকে অশোভন কথা বলার অভিযোগ উঠেছিল ছত্তিশগড়ের পূর্তমন্ত্রী তমরধ্বজ সাহুর বিরুদ্ধে। এবার জাতীয় মহিলা কমিশন এনিয়ে মন্ত্রীর কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে। পাশাপাশি মন্তব্যের জন্য় ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আসলে রাজ্যসভার এমপি সরোজ পাণ্ডে ছত্তিশগড়ের রাস্তার হাল নিয়ে সরব হয়েছিলেন।এরপরই ছত্তিশগড়ের মন্ত্রী পালটা ওই এমপিকে নিশানা করে মন্তব্য করেন বলে অভিযোগ।
এরপর এনিয়ে টুইট করে জাতীয় মহিলা কমিশন জানিয়ে দেয়, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এনিয়ে মন্ত্রীর কাছে ব্য়াখ্যাও চেয়েছে কমিশন।
এদিকে গত মাসে ছত্তিশগড় বিজেপির তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। সেখানে দেখা যায় রাজ্যসভার বিজেপি এমপি রাস্তার গর্তগুলি দেখাচ্ছেন। তিনি কংগ্রেস সরকারকে নিশানা করে পূর্তমন্ত্রীকেই রাস্তার এই পরিস্থিতির জন্য় দায়ী করেন।
এদিকে এমপির মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন, একেবারে মনোমুগ্ধকর। আর এই শব্দকে ঘিরেই বিতর্ক দানা বাঁধে। তিনি জানিয়েছিলেন, কোনও রাস্তা খোঁড়াখুঁড়ি করা হলে গর্ত তো হবেই। রাতারাতি রাস্তা তৈরি হয় না। তবে ওই Charming শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, আসলে রাস্তার কথা বলেছিলাম। বিজেপির স্বভাব হচ্ছে খারাপ রাস্তার ছবি তোলা। যে রাস্তা ভালো আছে তার ছবিও তোলা দরকার।
এদিকে বিজেপি এমপির পালটা দাবি, যে দেশে মহিলাদের নারায়ণী বলা হয়, সেখানে কংগ্রেস নেতাদের এই ধরণের নারীবিরোধী মনোভাব। সোনিয়া, প্রিয়াঙ্কা সম্পর্কেও কি ওদের একই মনোভাব?এমনকী মুখ্য়মন্ত্রীকে ট্যাগ করে তিনি লিখেছেন, আর রাজনীতি কত নীচে নামবে?
এদিকে কমিশনের চেয়ারপার্সন টুইট করে জানিয়েছিলেন,জনপ্রতিনিধিরা যখন মহিলাদের শারীরিক গঠনের বাইরে বেরতে পারেন না এটাই দুঃখের। বিরোধী নেত্রী অনুন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছেন আর ওই ভদ্রলোক নেত্রীকে কেমন দেখতে সেকথা বলছেন।