আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে দিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। শুক্রবার তাদের পক্ষ থেকে জানানো হয়, ঝাড়খণ্ড বিধানসভার মোট ৮১টি আসনের মধ্যে সিংহভাগ কেন্দ্রেই লড়বেন বিজেপি প্রার্থীরা। ভোট যুদ্ধে সংগ্রামের জন্য বিজেপির আসন সংখ্য়া ৬৮।
ঝাড়খণ্ডে বিজেপির জোটসঙ্গীরা হল - অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (আজসু), জনতা দল-ইউনাইটেড (জেডিইউ) এবং লোক জনশক্তি পার্টি (রামবিলাস)।
এদিন আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা উপলক্ষে রাঁচিতে অবস্থিত রাজ্য বিজেপির সদর কার্যালয়ে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করা হয়। সেই বৈঠকে বিজেপির পাশাপাশি আজসুর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে যোগ দেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, 'আমরা আসন ভাগাভাগি নিয়ে সকলে সহমত হয়েছি। সেই অনুসারে, স্থির করা হয়েছে, আজসু ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং জেডিইউ লড়াই করবে দু'টি আসন থেকে। আর এলজিপি প্রার্থী দেবে একটি আসনে। বাকি সবক'টি আসনেই বিজেপি প্রার্থীরা ভোটে লড়বেন।'
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের অন্যতম হলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিনের সাংবাদিক সম্মেলনে তাঁর পাশেই ছিলেন আজসু প্রধান সুদেশ মাহাত। সেইসঙ্গে, ঝাড়খণ্ডে এনডিএ-র অন্য়ান্য শরিকদলের নেতারাও উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি, এদিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ চৌহান এবং ঝাড়খণ্ডের বিজেপি রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডিও যোগ দিয়েছিলেন।
এদিনের ঘোষণা অনুসারে, আজসু প্রার্থীরা ভোটের লড়াই লড়বেন সিল্লি, রামগড়, গোমিয়া, জুগাসলাই (তফসিলি জাতি), ইছাগড়, লোহারদাগা (তফসিলি উপজাতি), পাকুর, মনোহরপুর (তফসিলি উপজাতি), মান্ডু এবং দুমরি বিধানসভা আসনে।
অন্যদিকে, এনডিএ-র অপর শরিক জেডিইউ এবারের নির্বাচনে যে দু'টি আসনে প্রার্থী দেবে, সেই দু'টি কেন্দ্র হল - জামশেদপুর পশ্চিম এবং তামর (তফসিলি উপজাতি)। আর, এলজেপি-র প্রার্থী এনডিএ শিবিরের প্রতিনিধিত্ব করবেন ছাতরা (তফসিলি জাতি) আসন থেকে।
তবে, প্রাথমিকভাবে এদিন প্রার্থীতালিকা ঘোষণা করে দেওয়া হলেও তাতে প্রয়োজনে বদল আনা হতে পারে। শুক্রবার সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন হিমন্ত বিশ্বশর্মা।
তিনি জানিয়েছেন, INDIA গোষ্ঠী কোন আসনে কাকে প্রার্থী করেন, সেটা খতিয়ে দেখা হবে। তারপর যদি দেখা যায়, কোনও এক বা একাধিক আসনের 'গ্রাউন্ড রিপোর্ট' অনুসারে এনডিএ শিবিরের ঘোষিত প্রার্থীকে বদল করার প্রয়োজন রয়েছে, তাহলে সেটাই করা হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবারই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। সেই অনুসারে, দুই দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট গ্রহণ হবে আগামী ১৩ নভেম্বর। আর, দ্বিতীয় দফার ভোটাভুটি হবে আগামী ২০ নভেম্বর।
আগামী ২৩ নভেম্বর মহারাষ্ট্রের পাশাপাশি ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।