আপাতত দিল্লি বিধানসভা নির্বাচনই হল এনডিএ শিবিরের পাখির চোখ! আগামী ভোটে অরবিন্দ কেজরিওয়ালের দলকে হারিয়ে দিল্লি বিধানসভার দখল নিতে মরিয়া গেরুয়া শিবির। প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্য না করা হলেও সূত্র মারফত এমনই খবর মিলছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে।
কেন বলা হচ্ছে একথা?
একথা বলার কারণ হল, বুধবারের বৈঠকের আলোচ্য বিষয়বস্তুসমূহ। উল্লেখ্য, ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে বুধবার একটি বিশেষ বৈঠক করা হয়। বৈঠকটির আয়োজন করা হয়েছিল বিজেপি সভাপতি জে পি নড্ডার বাড়িতে।
সেই বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে বিজেপি বা এনডি-এর তরফে কোনও কথা বলা হয়নি। কিন্তু, সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের উপর।
টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বৈঠকে প্রধান আলোচনাই ছিল দিল্লি বিধানসভা ভোট এবং সেই সংক্রান্ত যাবতীয় ইস্যু ও বিষয় নিয়ে। পাশাপাশি, এই বৈঠকে 'এক দেশ, এক ভোট' নিয়েও আলোচনা হয়। কথা হয় সুপ্রশাসন নিয়ে।
প্রসঙ্গত, আগামী ৮ জানুয়ারি 'এক দেশ এক ভোট' ইস্যুতে প্রথম আলোচনায় বসবে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। বুধবারের বৈঠকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে দাবি সূত্রের।
কারা যোগ দিয়েছিলেন বুধবারের বৈঠকে?
যে হেভিওয়েটরা বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন - কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, জেডি(ইউ)-এর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন রাজীব রঞ্জন সিং, আপনা দল(এস)-এর তরফে হাজির হয়েছিলেন অনুপ্রিয়া প্যাটেল এবং জেডি(এস)-এর প্রতিনিধি হিসাবে ছিলেন এইচ ডি কুমারস্বামী।
এছাড়াও, হিন্দুস্তানি আবাম মোর্চা (এস) বা হাম পার্টির নেতা জিতন রাম মাঝিও বুধবারের বৈঠকে যোগ দিতে নড্ডার বাসভবনে পৌঁছে যান। উপস্থিত হন - রাষ্ট্রী লোক মোর্চার সভাপতি উপেন্দ্র কুশওয়াহা এবং ভারত ধর্ম জন সেনার নেতা তুষার ভেল্লাপল্লি।
জে পি নড্ডার পোস্ট:
বুধবারের এই বৈঠকের পর সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন জে পি নড্ডা। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ নয়াদিল্লিতে এনডিএ নেতারা একটি বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছে। এবং নিজেকে একটি আন্তর্জাতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করছে।’
বুধবারের ওই বৈঠকের পর এই সাক্ষাৎকে 'ইনফরমাল' বলে দাবি করেন নিষাদ পার্টির প্রধান নেতা সঞ্জয় নিষাদ। যদিও একইসঙ্গে তিনি এও জানান যে বুধবারের ওই বৈঠকে আসন্ন নির্বাচনগুলি নিয়ে কৌশলী আলোচনা করা হয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে সঞ্জয় জানিয়েছেন, এনডিএ-র শরিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যাতে দৃঢ় থাকে, তা নিয়েও বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে।