এবারের লোকসভা ভোটের ফলাফল বেশ অন্যরকম। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে সংরক্ষিত আসনে ধস নেমেছে বিজেপির ভোট ব্যাঙ্কে। তবে ঝাড়খণ্ডের যা ফলাফল তাতেও দেখা যাচ্ছে ৯ সংখ্যাতেই আটকে গেল এনডিএ রথ। ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৯টি আসন পেয়েছে। বিজেপি নিজেরা পেয়েছে ৮টি আসন আর তার সহযোগী শক্তি আজসু পেয়েছে একটি আসন।
ইন্ডিয়া জোট ২০১৯ সালে এই ঝাড়খণ্ড থেকে পেয়েছিল ২টি আসন। এবার তারা পেয়েছে ৫টি আসন। সবথেকে বড় বিষয় হল আদিবাসী অধ্যুষিত অধিকাংশ এলাকায় ভালো ফল করেছে ইন্ডিয়া জোট। প্রাক্তন মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করার ফল কতটা এবারের লোকসভা ভোটে পড়েছে সেটাও দেখার।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দুমকা, সিংভূম, রাজমহল আসন জিতেছে। বিজেপি শিবু সোরেনের বৌমা সীতা সোরেনকে দাঁড় করিয়েছিল। কিন্তু তিনিও পরাজিত। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নলীন সোরেনের কাছে পরাজিত হয়েছেন তিনি। সিংভূমে বিজেপির প্রার্থী হয়েছিলেন গীতা কোরা। তিনি কংগ্রেস থেকে এসেছিলেন জেএমএমে। তিনিও পরাজিত। আর রাজমহলেও একই ছবি।
আদিবাসী অধ্য়ুষিত খুন্তি ও লোহারডগাতে ভালো ফল করেছে কংগ্রেস। বিজেপির ক্যারিশ্মা দেখা গিয়েছে রাঁচি, জামশেদপুর, ধানবাদ, হাজারিবাগ, ও গোড্ডা সহ কিছু পকেটে প্রভাব পড়েছে। পালামৌ, ছাতরা, কোডার্মাতেও মোটের উপর ভালো ফল করেছে বিজেপি।