বাংলা নিউজ > ঘরে বাইরে > বিলাসিতা বলতে এক কাপ কফি! সপ্তাহ শেষে পকেটে সেই টাকাই থাকে অর্ধেক ব্রিটেনের

বিলাসিতা বলতে এক কাপ কফি! সপ্তাহ শেষে পকেটে সেই টাকাই থাকে অর্ধেক ব্রিটেনের

ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)

অনেকেই খাদ্য ও বাসস্থান বাদে বাকি কিছু জোটাতে দেনার দায়ে ডুবে যাচ্ছেন। জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের একটি গবেষণায় দেখা গিয়েছে, প্রায় ৭০ লক্ষ পরিবার চলতি বছর বাড়িতে হিটিং, প্রসাধন সামগ্রী বা শাওয়ারের মতো 'বিলাসিতা'য় কাটছাঁট করেছেন।

লন্ডন মানেই সুখের স্বর্গরাজ্য, এমনটা ভাবার কোনও কারণ নেই। অন্তত সাম্প্রতিক পরিস্থিতি তেমনই।

এলিনা গেওরঘে। ২০২২ সালের আগে তিনি কখনও ফুড ব্যাঙ্কে খেতে যাননি। কিন্তু ব্রিটেনের লক্ষাধিক মানুষের মতোই, আজ তাঁর প্রতিদিনের ব্যয়, আয়ের তুলনায় বেশি হয়ে দাঁড়িয়েছে। ফলে উপায় নেই।

গত কয়েক সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার ফুড ব্যাঙ্কে গিয়ে খেলেন এলিনা। ৩৫ বছর বয়সী এলিনা একজন মা। তাঁকে 'বেকার' ভাবলেও ভুল করবেন। এক নার্সারি স্কুলের অ্যাডমিন হিসাবে কাজ করেন। তা সত্ত্বেও এখন তাঁকে 'ড্যাডস হাউস' নামে লন্ডনের একটি দাতব্য সংস্থায় খেতে যেতে হচ্ছে। তবে এই নিয়ে তাঁর কিন্তু লজ্জার কিছুই নেই। তিনি যে টেবিলে বসে, সেখানেই তাঁর সঙ্গে এক প্রাক্তন শেফ এবং এক ব্যবসায়ী দুপুরের আহার করছেন। 'আমার চারপাশের সবাই আমার মতোই,' খেতে খেতেই জানালেন এলিনা। আরও পড়ুন:  Infosys-এর শেয়ার থেকে ঋষি সুনাকের স্ত্রীর আয় জানেন? অবাক হয়ে যাবেন

চারপাশের সবাই দেখছেন। ব্রিটেনের দ্বি-সংখ্যার মুদ্রাস্ফীতিতে চাপে মধ্যবিত্ত চাকুরিজীবীরাও। মাঝারি বেতনেও তাই খাবার জোটাতে হিমসিম খাচ্ছেন অনেকে। ব্রিটেনের লক্ষ লক্ষ মানুষ, এই প্রথমবার এমন পরিস্থিতির সম্মুখীন। Asda ইনকাম ট্র্যাকারের তথ্য অনুসারে, গত নয় মাসে, অল্প বা কোনো বিবেচনামূলক আয় নেই এমন ব্রিটিশ পরিবারের সংখ্যা ২০% থেকে বেড়ে ৪০% পর্যন্ত হয়ে গিয়েছে।

অনেকেই খাদ্য ও বাসস্থান বাদে বাকি কিছু জোটাতে দেনার দায়ে ডুবে যাচ্ছেন। জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের একটি গবেষণায় দেখা গিয়েছে, প্রায় ৭০ লক্ষ পরিবার চলতি বছর বাড়িতে হিটিং, প্রসাধন সামগ্রী বা শাওয়ারের মতো 'বিলাসিতা'য় কাটছাঁট করেছেন। এমনও পরিবার আছে, যাঁরা দিনে একবেলা খেয়ে কাটাচ্ছেন।

দ্বিতীয় সর্বনিম্ন আয়ের বন্ধনীতে বসবাসকারী ২০% মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ অনুসারে, গত এক দশকেরও বেশি সময় ধরে এই গোষ্ঠীটির হাতে অন্তত কিছুটা অতিরিক্ত ব্যয়ের উপযোগী টাকা থাকত। সেপ্টেম্বর মাসে এই গোষ্ঠীর মানুষদের গড় আয় ছিল সপ্তাহে £৪০৭ ($৪৭৩)। কিন্তু কর এবং প্রয়োজনীয় জিনিস, যেমন বাড়ি ভাড়া, হিটিং এবং খাওয়ার খরচ মিটিয়ে তাঁদের হাতে মাত্র £২.৬৬ ডলার করে পড়ে থাকছে। এতে বড় জোর এক কাপ কফি হবে।

গত বছরে কিন্তু সেই একই জিনিসে খরচ করার পর, মানুষের হাতে £৫৫ থাকত। মূল্যবৃদ্ধি যে কতটা, তা এই পরিসংখ্যান থেকেই খুব স্পষ্ট।

সবচেয়ে দরিদ্র পরিবারগুলি, যাঁদের মোট আয় সেপ্টেম্বরে প্রতি সপ্তাহে মাত্র £১৮৯ ছিল, তাঁদের কাছে প্রয়োজনীয় চাহিদাটুকু পূরণ করার মতোও পর্যাপ্ত অর্থ নেই। আরও পড়ুন: Rishi Sunak:১০ ডাউনিং স্ট্রিটে প্রজ্জলিত দিওয়ালির প্রদীপ! 'যতটা পারব করব..' বার্তা ঋষি সুনাকের

'হতাশা ছাড়া অন্য কিছু অনুভব করা কঠিন,' বলছেন অ্যাবিগেল ডেভিস, ল'বরো ইউনিভার্সিটির সামাজিক নীতি গবেষক। গত ২২ বছর ধরে দারিদ্র্য এবং অসাম্য নিয়ে গবেষণা করছেন। ব্রিটেনের এমন পরিস্থিতি নিয়ে চিন্তিত তিনিও।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে এটিই যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

ঘরে বাইরে খবর

Latest News

বড়দের সাথে একমঞ্চে বসলেন না, ভিড়ের হাত থেকে বাবাকে আগলে ‘লক্ষ্মীছেলে’ অভিষেক দ্বিতীয় বার গরম করেন নাকি এই খাবারগুলি? খুব ভুল কাজ করেন চোখে জল, চপার থেকে নামতেই দেবের পা জড়িয়ে ধরলেন মহিলা, তারপর? দেশে ফিরেই সরকারকে এক হাত নিলেন ভারতের পতাকা ওড়ানো পাকিস্তানি খেলোয়াড় কেন্দ্রীয় মন্ত্রীর কথপোকথনের অডিও গেহলটই দিয়েছিলেন তাঁর সহায়ককে! দাবি লোকেশের ৩০ তারিখ আরও ৫৯ হাজার জনের চাকরি যাবে, বিস্ফোরক দাবি BJP বিধায়ক অমরনাথ শাখার সজোরে ট্রাকে ধাক্কা গাড়ির, কাক ভোরে তেলেঙ্গানায় গতির বলি একই পরিবারের ৬ ‘সব মানুষকে খুশি করা কঠিন’, প্রধানমন্ত্রী 'মুসলিম কোটা' মন্তব্যে কুর্নিশ লারার আজ শুক্র মঙ্গলের ঘরে প্রবেশ করল, ৪ রাশির হতে পারে আর্থিক ক্ষতি, থাকতে হবে সতর্ক ‘‌সেদিন পিতা–পুত্র কেউ ছিল না’‌, নাম না করে শিশির–শুভেন্দুকে তুলোধনা মমতার

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.