ভারতে আসা সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার (আরটি-পিসিআর) নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। বুধবার এই ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। তাতে সমস্ত আপডেটেড কোভিড প্রোটোকল তালিকাভুক্ত করা হয়েছে।
যাঁরা ভ্রমণের পরিকল্পনা করছেন তাঁদের জন্য নতুন নির্দেশিকা:
সব ভ্রমণকারীদের করণীয় কী কী, তা দেখে নিন একনজরে -
১) ভ্রমণের আগে অনলাইন 'এয়ার সুবিধা পোর্টালে' (www.newdelhiairport.in) সেলফ ডিক্ল্যারেশন ফর্ম জমা দিন।
২) আপনার নেগেটিভ COVID-19 RT-PCR রিপোর্ট আপলোড করুন। পরীক্ষাটি যাত্রা শুরু করার আগে তার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে।
৩) প্রতি যাত্রী রিপোর্টের সত্যতা নিশ্চিত করতে একটি সেলফ ডিক্ল্যারেশন ফর্ম জমা দেবেন। রিপোর্ট ভুয়ো হলে আইনি পদক্ষেপ করা হবে।
৪) কোনও যাত্রীর উপরোক্ত কাজ করা থাকলেই তবে বিমানে বোর্ডিংয়ের অনুমোদন দিতে পারবে উড়ান সংস্থা। এর পাশাপাশি বোর্ডিংয়ের আগে আবশ্যিকভাবে থার্মাল স্ক্রিনিং করতে হবে। উপসর্গহীন যাত্রীদেরই কেবলমাত্র বিমানে উঠতে দেওয়া হবে।
৫) সমস্ত যাত্রীর ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোডের পরামর্শ দিতে হবে।