হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ভাই নির্মল চৌবের। শুক্রবার বিহারের ভাগলপুরের মায়াগঞ্জ হাসপাতালে তিনি মারা যান। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর পরিবার। এই অভিযোগ উঠতেই হাসপাতালের দুজন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের দাবি, অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
চৌবের এক আত্মীয় বলেন, বেশ কয়েকদিন ধরেই নির্মল চৌবে অসুস্থ ছিলেন। আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। হাসপাতালের নিয়ে যাওয়ার পর তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ আইসিইউতে কোনও চিকিৎসক ছিলেন না। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এই অভিযোগ পাওয়ার পরেই হাসপাতালের ২ চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ডা. অসীম কে. দাস। অন্যদিকে, এনিয়ে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
এবিষয়ে ভাগলপুর শহরের ডিএসপি অজয় কুমার বলেন, ‘যখনই আমরা অভিযোগ পাব, তখনই আমরা তদন্ত করব। যারাই অবহেলা করবে আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। চিকিৎসকরা যদি পালিয়ে যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। প্রাথমিকে ওই সময় হাসপাতালের আইসিইউতে চিকিৎসক ছিলেন বলেই স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup