পড়ানোর কাজের বাইরে বিভিন্ন কাজ করা নিয়ে দীর্ঘদিন ধরেই অনুযোগ করতেন শিক্ষকরা। নয়া শিক্ষানীতিতে শিক্ষকদের বড়সড় সুখবর শোনাল কেন্দ্র। জানানো হল, স্কুলের শিক্ষকরা শুধু পড়াবেন। তাঁরা অন্য কোনও কাজের সঙ্গে যুক্ত থাকবেন না।
আরও পড়ুন : NEP 2020: ভোট, মিড ডে মিল রান্নার কাজ নয় - শিক্ষকরা শুধু পড়াবেন, ঘোষণা কেন্দ্রের
গত বুধবার নয়া শিক্ষানীতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, শিক্ষকরা শুধু পড়ানোর কাজে যুক্ত থাকবেন। ভোট বা অন্যান্য প্রশাসনিক-সহ অন্যান্য কোনও কাজে তাঁদের নিযুক্ত থাকতে হবে না। সেই নথিতে বলা হয়েছে, ‘অশিক্ষামূলক কোনও কাজে শিক্ষকরা যে অনেক সময় দেন, তা রুখতে পড়ানোর সঙ্গে সরাসরি যুক্ত কাজ ছাড়া অন্য কোনও কাজে তাঁরা আর নিযুক্ত হতে পারবেন না।’
আরও পড়ুন : কারা প্রথম করোনার টিকা পাবেন, ভাবনাচিন্তা করছে কেন্দ্র
কোন কোন কাজে শিক্ষকদের আর নিযুক্ত করা যাবে না, তাও স্পষ্টভাবে জানানো হয়েছে। সেই নথিতে বলা হয়েছে, ‘শিক্ষকরা ভোটের কাজ, মিড ডে মিল রান্না এবং কঠোর প্রশাসিক কাজে যুক্ত থাকবেন না, যাতে তাঁরা পুরোপুরি পড়ানো-শেখানো দায়িত্বে মনোযোগ দিতে পারেন।’