বাংলা নিউজ > ঘরে বাইরে > সীমান্তে আবারও উত্তেজনা, ভারতীয়দের মারধর নেপালের বাহিনীর, চলল গুলি

সীমান্তে আবারও উত্তেজনা, ভারতীয়দের মারধর নেপালের বাহিনীর, চলল গুলি

ঘটনাস্থল (ছবি হিন্দুস্তান টাইমস)

পরে নেপালের সশস্ত্র বাহিনীর এক রক্ষীকে আটকে রাখেন গ্রামবাসীরা।

আবারও ভারত-নেপাল সীমান্তে বাড়ল উত্তেজনা। বিহার লাগোয়া সীমান্তে ভারতীয়দের বেধড়ক মারধর করে নেপালের সশস্ত্র বাহিনী। ঘটনায় আহত হয়েছেন এক ভারতীয় দম্পতি। পরে ক্ষুব্ধ ভারতীয়দের সীমান্তে জমায়েত করলে তাঁদের ছত্রভঙ্গ করতে গুলিও চালিয়েছে নেপালের বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল চারটে নাগাদ পশুর খাদ্য জোগাড় করতে সীমান্ত পেরিয়ে নেপালের ভূখণ্ডের নারকাটিয়ায় ঢুকে পড়েন সীমা দেবী নামে এক মহিলা। তাঁর বাড়ি পূর্ব চম্পারণ জেলার গোড়াসাহান ব্লকের ঝারোখারের খারশালওয়ার গ্রামে। মহিলার সঙ্গে ছিলেন মঞ্জু দেবী ও কুন্দন কুমার। গোড়াসাহানের বাসিন্দা এবং জেডিইউয়ের রাজ্য পরিষদের সদস্য রামপুকার সিনহা বলেন, ‘ওই মহিলার সঙ্গে বাজে আচরণ করে নেপালের সশস্ত্র বাহিনী এবং তাঁকে বেধড়ক মারধর করা হয়। তারপরই উত্তেজনা তৈরি হয়।’

সেই ঘটনা ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে যান সীমা দেবীর স্বামী রবীন্দ্র প্রসাদ। তিনি বলেন, ‘আমার স্ত্রী'কে মারধরের প্রতিবাদ করলে ওরা আমায় মারধর করে। তাদের চৌকিতে নিয়ে যায়। তার আগে আমরা স্ত্রী'কে ছেড়ে দেয়।’ তবে মাথায় চোট লেগেছে সীমা দেবীর। ফোনে ‘হিন্দুস্তান টাইমস’-কে তিনি বলেন, ‘প্রথমে ওরা কুন্দন ও অন্যান্য গ্রামবাসীদের মারধর করে। ওদের বাঁচাতে গেলে আমার পিছনে পড়ে যায়।’

সন্ধ্যা ছ'টা নাগাদ সীমান্তে এলাকায় আরও উত্তেজনা বাড়ে। মারধরের প্রতিবাদে সীমান্তে খারসাওয়ালা এবং আশপাশের গ্রামের বাসিন্দারা জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় নেপালের সশস্ত্র বাহিনী।  ভারতের দিকে প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনতে আসা এক নেপালি রক্ষীকে পাকড়াও করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিকারাহানার মহকুমা শাসক জ্ঞানপ্রকাশ এবং এসডিপিও। পৌঁছান সশস্ত্র সীমা বলের আধিকারিক এবং জওয়ানরা। তারপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। 

রামপুকার সিনহা জানান, রাত সাড়ে ১১ টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। দু'তরফ থেকেই রবীন্দ্র প্রসাদ এবং নেপালের রক্ষীকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সশস্ত্র সীমা বলের ২০ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার তপন কুমার দাস। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, ওই মহিলাকে ফেরত চলে যাওয়ার কথা বলতে কাস্তে দিয়ে নেপালের সুরক্ষা বাহিনীর এক জওয়ানের উপর হামলা চালিয়েছেন।’

উল্লেখ্য, ছ'সপ্তাহে এই নিয়ে তৃতীয় বার সীমান্তে এরকম উত্তেজনা তৈরি হল। গত ১২ জুন একইভাবে বিহারের সীতামাঢ়ি জেলার সীমান্তে ভারতীয়দের লক্ষ্য করে গুলি চালিয়েছিল নেপালের সুরক্ষা বাহিনী। সেই ঘটনায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন চারজন। স্থানীয়রা জানিয়েছিলেন, পাঁচজন স্থানীয় মাঠে কাজ করছিলেন। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বিকেশ কুমার রাইয়ের (২৫)। এরপর গত ১৯ জুলাই কিষানগঞ্জ জেলার তেরহাগাছ ব্লকের ফতেহপুরের সীমান্তে ভারতীয়দের লক্ষ্য করে গুলি চালিয়েছিল নেপাল পুলিশ। তিনজনের দিকে তাক করে গুলি ছোড়া হয়েছিল। আহত হয়েছিলেন একজন।

ঘরে বাইরে খবর

Latest News

বেবি বাম্প আগলে রাজা-ঘরণী, দ্বিতীয়বার মা হচ্ছেন? HT Bangla-কে জানালেন মধুবনী আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের ভোটের প্রচারে 'দিদি'র গুণগান ঝাড়গ্রামের প্রার্থীর, মমতাকে নিয়ে বাঁধলেন গান! মাটির নীচে ঢুকবে মাঝেরহাট মেট্রো, টানেল খননের কাজ শুরু খিদিরপুরে! যাবে ধর্মতলায় মণিপুরে ৪৭টি বুথে ফের ভোট চাইছে কংগ্রেস, অভিযোগটা কী? অযোগ্য মুক্তির আগেই প্রসেনজিতের উপর ক্ষুব্ধ ঋতুপর্ণা! কেন বললেন, ‘আমাদের দেখা…’ পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ভারতের T20 বিশ্বকাপ দলে কার্যত জায়গা পাকা এই ৭ জনের গরমে শরীর আর্দ্র থাকবে, কমবে পেটের মেদ! ওজন কমাতে এভাবে বানান বার্লির জল ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার

Latest IPL News

আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.