বিমানের মধ্যে দাঁড়িয়ে বলিউডি গানে টিকটক করছিলেন। উপভোগ করছিলেন জীবন। সেই জীবন যে কতটা অনিশ্চিত, তা সম্ভবত বুঝতে পারেননি এয়ার হোস্টেস ওশিন মগর। সেই ভিডিয়োর কয়েক মাস পরেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিশপ্ত ইয়েতি এয়ারলাইন্সের ক্রু। সেই ঘটনার পর ওশিনের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
গত রবিবার নেপালের পোখারায় বিমান দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ওশিনের একটি টিকটক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ওই ২০ সেকেন্ডের ভিডিয়োয় যুবতীকে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমার ‘পহলা নাশা’ গানে টিকটক করতে দেখা গিয়েছে। কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োয় একেবারে হাসিখুশি, প্রাণোচ্ছ্বল ছিলেন ওশিন। কাজও কতটা উপভোগ করছেন, তা ওশিনের চোখেমুখ, শারীরিক অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল।
রবিবার নিজের সেই কর্মক্ষেত্রেই প্রাণ হারিয়েছেন ওশিন। কাঠমাণ্ডু থেকে ইয়েতি এয়ারলাইন্সের যে অভিশপ্ত বিমান উড়েছিল, সেই বিমানে ছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও তিন বিমানকর্মী এবং ৬৮ জন যাত্রী। যে বিমান পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক সেকেন্ড ভেঙে পড়ে। সেই ঘটনায় ইতিমধ্যে ৭০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে প্রাণোচ্ছ্বল ওশিনেরও।
ওই ঘটনার পর সেই টিকটকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয় যে রবিবার অভিশপ্ত বিমান ওড়ার আগে সেই ভিডিয়ো করেছিলেন ওশিনের। যদিও একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই ভিডিয়ো অনেক আগেই করা হয়েছিল। গত বছর সেপ্টেম্বরে টিকটকে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল বলে জানানো হয়েছে একাধিক রিপোর্টে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতে পড়াশোনা করেছিলেন ওশিন। যিনি আদতে চিৎওয়ানের মাদির বাসিন্দা ছিলেন। বছরদুয়েক আগে ইয়েতি এয়ারলাইন্সের কাজে যোগ দিয়েছিলেন ২৪ বছরের মহিলা। তারপর থেকে কাঠমাণ্ডু থেকে থাকতে শুরু করেছিলেন। মাসছয়েক আগে কাঠমাণ্ডুতে চলে আসেন তাঁর বাবা ও মা।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই অভিশপ্ত রবিবার বাবার ইচ্ছার বিরুদ্ধে কাজে গিয়েছিলেন ওশিন। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত আধিকারিক মোহন আলে আগর চেয়েছিলেন যে মাঘে সংক্রান্তির দিনটা যেন মেয়ে বাড়িতে থাকেন। কিন্তু মেয়ে জানিয়েছিলেন যে দুটি বিমানের কাজ সেরেই কাঠমাণ্ডুতে ফিরে আসবেন। কিন্তু কথা রাখতে পারেননি ওশিন। পোখারায় নামার আগেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)