বাংলা নিউজ > ঘরে বাইরে > সংসদ ভেঙে ভোটের দিন ঘোষণা নেপালের রাষ্ট্রপতির, ‘মধ্যরাতের ডাকাতি’, বললেন বিরোধীরা

সংসদ ভেঙে ভোটের দিন ঘোষণা নেপালের রাষ্ট্রপতির, ‘মধ্যরাতের ডাকাতি’, বললেন বিরোধীরা

নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

অপর এক নেতা বলেছেন, ‘এটা মধ্যরাতের ডাকাতি।’

সরকার গঠনের জায়গায় নেই কে পি শর্মা ওলি বা বিরোধী জোট। সেজন্য শনিবার সংসদ (হাউস অফ রিপ্রেজেন্টেটিভ) ভেঙে দিলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী। সেইসঙ্গে জানিয়ে দিলেন, আগামী ১২ এবং ১৯ নভেম্বর ভোট হবে। 

জরুরি ভিত্তিতে মধ্যরাতের মন্ত্রিসভার বৈঠকের পর ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেওয়ার পরামর্শ দেন ওলি। তারপরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে রাষ্ট্রপতির কার্যালয়ের তরফে জানানো হয়, সংবিধানের ৭৬ (৭) ধারা প্রয়োগ করে সংসদ ভেঙে দেওয়া হচ্ছে। তবে ওলির আমলে এই প্রথম সংসদ ভেঙে দিলেন না বিদ্যাদেবী। গত ২০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়েছিলেন তিনি। পরে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও সংসদ পুনরায় কাজ শুরু করেছিল।

এমনিতে নিজেদের দল ছেড়ে অন্য দলকে সমর্থনের জন্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভের চারজন সদস্যকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তার ফলে সরকার গঠনের জন্য ২৭৫ সদস্য-বিশিষ্ট সংসদে কমপক্ষে ১৩৬ জনের সমর্থন প্রয়োজন। নেপালের সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, তাৎপর্যপূর্ণভাবে কয়েকজন আইনপ্রণেতার নাম ওলি এবং দেউবা - উভয়েরই তালিকায় ছিল। ১৫৩ জন আইনপ্রণেতার সমর্থন আছে বলে দাবি করেছিলেন ওলি। জানিয়েছিলেন, আরও এক আস্থাভোটে নামার জন্য তাঁর হাতে পর্যাপ্ত সংখ্যা নেই। তাই নয়া সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করেছিলেন। অন্যদিকে, ১৪৯ জন আইনপ্রণেতার স্বাক্ষর দিয়ে রাষ্ট্রপতির বাসভবনে গিয়েছিলেন দেউবা। সেই তালিকায় ২৭ জন সিপিএন-ইউএমএল (কমিউনিস্ট পার্টি অফ নেপাল - ইউনিফায়েড মার্ক্সিট লেনিনিস্ট) আইনপ্রণেতার নাম ছিল। তারইমধ্যে মাধব নেপাল গোষ্ঠীর কয়েকজন আইনপ্রণেতা দাবি করেন, তাঁদের স্বাক্ষরের অপব্যবহার হচ্ছে। তাঁরা মোটেও দেউবাকে প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চান না।সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা বা ওলি - কাউকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারবেন না। কারণ তাঁরা সরকার গঠনের যে দাবি জানিয়েছিলেন, তা ‘উপযুক্ত’ নয়।

যদিও সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তে নেপালে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। নেপালি কংগ্রেসের মুখপাত্র বিশ্বপ্রকাশ শর্মা বলেন, ‘মানুষ মহামারীর বিরুদ্ধে লড়াই করছেন মানুষ। এটাই কি মানুষকে উপহার?’ অপর এক নেতা বলেছেন, ‘এটা মধ্যরাতের ডাকাতি।’

ঘরে বাইরে খবর

Latest News

‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু টসে জিতল Royal Challengers Bengaluru , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল|

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.