সংখ্যাগরিষ্ঠতা হারাল নেপালের কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার। এদিন পুষ্পকুমার দাহাল ওরফে প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএন (মাওবাদী সেন্টার) সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে। এদিন মাওবাদী সেন্টারের মুখ্য হুইপ দেব গুরুঙ এই সমর্থন প্রত্যাহারের কথা জানান। উল্লেখ্য, নেপালে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে মাওয়াবাদী সেন্টারের সদস্য সংখ্যা ৪৯।
নেপালে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য সংখ্যা ২৭৫। ১৩৬টি ভোট পেলেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিজের গদি বাঁচাতে পারবেন। যদিও নেপালের সংসদের ম্যাজিক ফিগার হওয়া উচিত ১৩৮। কিন্তু চার জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। তাই ওলির জন্য সংখ্যাটা ১৩৬। তবে সিপিএন-ইউমিএল-এর আইন প্রণেতার সংখ্যা ১২১। তাই বর্তমান প্রেক্ষিতে সেই সংখ্যা থেকে ১৬ আসন দূরে ওলি।
এর আগে রবিবার নেপাল সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠকে ওলি জানান যে নেপালের সংসদের আস্থা জিততে তাঁরা চেষ্টা করবেন। সেখানকার একটি সংবাদ মাধ্যম থেকে এমনটাই জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে সংসদ ভেঙে দিয়েছিলেন ওলি। এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। নেপালে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় ওলির সিদ্ধান্তের জেরে। নতুন করে নির্বাচন করা হবে বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু পরে নেপালের সুপ্রিম কোর্ট ওলির সেই সিদ্ধান্ত খারিজ করে দেয়। পুনরায় সংসদ বহাল করে।