বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রচণ্ডের চালে পালাবদল নেপালে, সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে গদিচ্যুত হওয়ার পথে ওলি

প্রচণ্ডের চালে পালাবদল নেপালে, সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে গদিচ্যুত হওয়ার পথে ওলি

কেপি শর্মা ওলি (ছবি সৌজন্যে রয়টার্স)

সংখ্যাগরিষ্ঠতা হারাল নেপালের কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার। এদিন পুষ্পকুমার দাহাল ওরফে প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএন (মাওবাদী সেন্টার) সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা হারাল নেপালের কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার। এদিন পুষ্পকুমার দাহাল ওরফে প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএন (মাওবাদী সেন্টার) সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে। এদিন মাওবাদী সেন্টারের মুখ্য হুইপ দেব গুরুঙ এই সমর্থন প্রত্যাহারের কথা জানান। উল্লেখ্য, নেপালে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে মাওয়াবাদী সেন্টারের সদস্য সংখ্যা ৪৯।

নেপালে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য সংখ্যা ২৭৫। ১৩৬টি ভোট পেলেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিজের গদি বাঁচাতে পারবেন। যদিও নেপালের সংসদের ম্যাজিক ফিগার হওয়া উচিত ১৩৮। কিন্তু চার জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। তাই ওলির জন্য সংখ্যাটা ১৩৬। তবে সিপিএন-ইউমিএল-এর আইন প্রণেতার সংখ্যা ১২১। তাই বর্তমান প্রেক্ষিতে সেই সংখ্যা থেকে ১৬ আসন দূরে ওলি।

এর আগে রবিবার নেপাল সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠকে ওলি জানান যে নেপালের সংসদের আস্থা জিততে তাঁরা চেষ্টা করবেন। সেখানকার একটি সংবাদ মাধ্যম থেকে এমনটাই জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে সংসদ ভেঙে দিয়েছিলেন ওলি। এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। নেপালে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় ওলির সিদ্ধান্তের জেরে। নতুন করে নির্বাচন করা হবে বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু পরে নেপালের সুপ্রিম কোর্ট ওলির সেই সিদ্ধান্ত খারিজ করে দেয়। পুনরায় সংসদ বহাল করে।

 

পরবর্তী খবর

Latest News

তোমার ফোন নম্বরটা কি পাওয়া যাবে: মহিলা ভক্তের আবদার শুনে কী করলেন নীরজ চোপড়া? শুভেন্দুর পঞ্চবাণে জর্জরিত 'মুখ্যমন্ত্রীর চিকিৎসক'! দেবেন কি পাঁচ প্রশ্নের উত্তর সেরা একাদশ বাছবেন কীভাবে? মিডল অর্ডার থেকে ম্যাচ জয়ের গুরুত্ব মুখ খুললেন রোহিত ঠাকুমাকে দেখে হাত নেড়ে কত কথাই না বলল ছোট্ট রাহা, নাতনিকে দেখে কী করলেন নীতু? এবারের বিগ বস থিম ‘টাইম কা তাণ্ডব’! প্রথম প্রতিযোগী হিসেবে নাম এল এই ‘নাগিন’-এর ভাদ্র মাসের পূর্ণিমা শুরু হয়েছে, থাকবে আর কতক্ষণ? দেখে নিন তিথি, চন্দ্রোদয়ের সময় শিলিগুড়ি–সিকিমের পথে নামল ভয়ঙ্কর ধস, মূল লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক বিচ্ছিন্ন CBIএর স্টেটাস রিপোর্ট যে তথ্য রয়েছে তা ভয়ঙ্কর, আরজি কর কাণ্ডে বলল সুপ্রিম কোর্ট সত্যি কি ২৭ মিনিটের ফুটেজ দেয় পুলিশ? কথা ঘুরিয়ে CBI-এর ঘাড়ে দোষ চাপালেন সিব্বল আজ বিশ্বকর্মা পুজোয় ভুল করেও করবেন না এই কাজ, না হলে হতে পারে ভাগ্য বিমুখ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.