বাংলা নিউজ > ঘরে বাইরে > Anita Bose Pfaff: ‘নেতাজি RSS আদর্শের সমালোচক ছিলেন’, ২৩ জানুয়ারির আগে সরব অনিতা বসু

Anita Bose Pfaff: ‘নেতাজি RSS আদর্শের সমালোচক ছিলেন’, ২৩ জানুয়ারির আগে সরব অনিতা বসু

নেতাজি কন্যা অনিতা বসু পাফ।

তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার বাবা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি হিন্দু ছিলেন, কিন্তু সকল ধর্মকে সম্মান করতেন। তিনি বিশ্বাস করতেন যে সকলেই একসঙ্গে থাকতে পারে। কিন্তু, আরএসএস এতে বিশ্বাস করে না।’ তিনি মনে করেন, আরএসএস যদি নেতাজির আদর্শ গ্রহণ করে তাহলে দেশের জন্য ভালো হবে।

আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। সেই উপলক্ষে কলকাতায় তাঁর জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। তার আগে এনিয়ে মুখ খুললেন নেতাজি কন্যা অনিতা বোস পাফ। তিনি আরএসএসের এই অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করেছেন। নেতাজি আরএসএস–এর আদর্শের সমালোচক ছিলেন বলে তিনি মন্তব্য করেছেন।

তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার বাবা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি হিন্দু ছিলেন, কিন্তু সকল ধর্মকে সম্মান করতেন। তিনি বিশ্বাস করতেন যে সকলেই একসঙ্গে থাকতে পারে। কিন্তু, আরএসএস এতে বিশ্বাস করে না।’ তিনি মনে করেন, আরএসএস যদি নেতাজির আদর্শ গ্রহণ করে তাহলে দেশের জন্য ভালো হবে। তিনি বলেন, ‘নেতাজি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন। কিন্তু আরএসএস তা মানতে পারবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। আমি নিশ্চিত নই যে আরএসএস সেই আদর্শে বিশ্বাস করে।’ এরপরেই নেতাজির জন্মদিবস পালন নিয়ে অনিতা বোস পাফ বলেন, ‘আরএসএস যদি হিন্দু জাতীয়তাবাদী ধারণা প্রচার করতে চায় তবে তা নেতাজির আদর্শের সঙ্গে তা মিলবে না। এর জন্য নেতাজিকে ব্যবহার করা হলে আমি তার প্রশংসা করব না।’

তিনি আরও জানিয়েছেন, আরএসএস নেতাজির ১২৬ তম জন্মদিবস উদযাপন করছে এটা ভালো কথা। তবে নিজেদের আদর্শ প্রচারের জন্য আরএসএস যেন নেতাজিকে ব্যবহার না সে বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন অনিতা বসু। উল্লেখ্য, ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকী উদযাপনের জন্য কলকাতায় আসবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাবেন। মোহন ভাগবত পাঁচ দিনের বাংলা সফরে থাকবেন। সেই সময় বিভিন্ন কর্মসূচি করবেন। পাশাপাশি বিশিষ্টজনদের সঙ্গে দেখা করবেন।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন