বাংলা নিউজ > ঘরে বাইরে > ব্রিটিশদের বিরুদ্ধে নেতাজির আজাদ হিন্দ ফৌজের জয়কে স্মরণ করে ১৪ এপ্রিলকে ঘোষণা করা হোক বিজয় দিবস, দাবি চন্দ্র বসুর

ব্রিটিশদের বিরুদ্ধে নেতাজির আজাদ হিন্দ ফৌজের জয়কে স্মরণ করে ১৪ এপ্রিলকে ঘোষণা করা হোক বিজয় দিবস, দাবি চন্দ্র বসুর

নেতাজি সুভাষচন্দ্র বসু। (ফাইল ছবি, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

ব্রিটিশদের বিরুদ্ধে নেতাজির আজাদ হিন্দ ফৌজের জয়কে স্মরণ করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে একটি অনলাইন পিটিশন চালু করেছেন চন্দ্র বসু। 

স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর বংশধর চন্দ্র কুমার বসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন যাতে ১৪ এপ্রিলকে বিজয় দিবস হিসাবে ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে একটি অনলাইন পিটিশন শুরু করেছেন চন্দ্র বসু। উল্লেখ্য, ১৯৪৪ সালের ১৪ এপ্রিল নেতাজির আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ সেনাবাহিনীকে হারিয়ে মণিপুরের মইরাং জয় করেছিল। এটা ছিল ভারতে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজের প্রথম বিজয়। সামরিক ইতিহাসবিদরা এটাকে বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন।

এর প্রেক্ষিতে চন্দ্র বসু বৃহস্পতিবার বলেছেন, ‘আজ ১৪ এপ্রিল ব্রিটিশদের বিরুদ্ধে আইএনএ-এর প্রথম ঐতিহাসিক বিজয়ের ৭৮তম বার্ষিকী। যদি এই মাইলফলকটি না থাকত, আমরা হয়তো আজ এখানে থাকতাম না।’ চন্দ্র বসু আরও বলেন, ‘আগের প্রজন্মের মানুষ মনে হয় ভুলে গিয়েছেন এবং আজকের প্রজন্মের কেউই ১৪ই এপ্রিলের তাৎপর্য জানে না।’ চন্দ্র বসু চেঞ্জ ডট অর্গ-এ শুরু করা তাঁর আবেদনে তিনি বলেছেন, ‘ইম্ফলের ঐতিহাসিক যুদ্ধ’ সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করার সময় এসেছে।

চন্দ্র বসু বলেছেন যে তিনি এই পিটিশনটি শুরু করেন কারণ তাঁর বিশ্বাস দেশ যখন ভারতের ৭৫তম স্বাধীনতার বছর উদযাপন করছে তখন ভারত ও মণিপুর সরকারেরও উচিত আজাদ হিন্দ ফৌজের সৈনিক ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো। তিনি যোগ করেছেন যে বিভিন্ন ধর্ম, বর্ণের ২৬ হাজার আইএনএ সৈনিকদের স্বীকৃতি এবং শ্রদ্ধা জানানো উচিত দেশের। এই স্বাধীনতার জন্য দেশ তাঁদের কাছে ঋণী। আইএনএ সৈনিকরা ভারতের জন্য একত্রিত হয়েছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন।

বন্ধ করুন