বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রান্তিক মানুষের জন্য নেদারল্যান্ডসে অভিনব পরিষেবা

প্রান্তিক মানুষের জন্য নেদারল্যান্ডসে অভিনব পরিষেবা

প্রান্তিক মানুষের জন্য নেদারল্যান্ডসে অভিনব পরিষেবা

খারাপভাবে ইনসুলেটেড জানালা প্রায়ই দেখা যায়৷ নেদারল্যান্ডসের প্রতি তিনটি ফ্ল্যাটের মধ্যে দুটিতে ইনসুলেশন ব্যবস্থা অত্যন্ত খারাপ৷ এই ফ্ল্যাটে দরজার সিল কোনওরকমে দরজার কাঠামোর সঙ্গে লাগানো রয়েছে৷

স্বল্প আয়ের বা সমাজের প্রান্তিক মানুষ প্রায়ই অবহেলিত হন৷ নেদারল্যান্ডসে এক অভিনব প্রকল্পের মাধ্যমে এমন মানুষের সহায়তার ব্যবস্থা করা হচ্ছে৷ কর্তৃপক্ষ ও আবাসন কোম্পানির উপর আস্থা হারিয়ে তারা এই পরিষেবার সুযোগ নিচ্ছেন৷

আমস্টারডাম শহরে সকাল নয়টার সময়ে কাজের শুরুতেই কার্গো বাইক নিয়ে একদল মানুষ হাজির৷ ফিক্সব্রিগেড অ্যাসোসিয়েশনের ফ্রান্সিস লাঙেডাইক নিজেদের কাজ সম্পর্কে বলেন, ‘বৃষ্টি, বরফ বা ঝড় – যাই হোক না কেন, আমাদের সরঞ্জাম গুছিয়ে সাইকেলে উঠতেই হয়৷ যে কোনও আবহাওয়ায় আমরা গ্রাহকদের কাছে যাই৷ তারা তো আমাদের উপর নির্ভর করে৷'

ফ্রান্সিস ফিক্সব্রিগেডের তত্ত্বাবধায়ক ও সহ প্রতিষ্ঠাতা৷ ভলান্টারি কাজ হিসেবেই সেই উদ্যোগ শুরু হয়েছিল৷ ইতিমধ্যে তাঁরা সেই কাজকে মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন৷ ছাত্রছাত্রীদের এক ফ্ল্যাটে ডাক পেয়ে চারদিকে চোখ বুলিয়ে গোলমাল ধরা পড়লো৷ ফ্রান্সিস বিশেষ ডিভাইসের সাহায্যে পর্যবেক্ষণ করে বলেন, ‘নিচে, দরজার কাঠামোর ধারে নীল একটা অংশ চোখে পড়ছে৷ অর্থাৎ সেখান দিয়ে বাতাস ঢোকে৷ হাত রাখলেই বাতাসের স্রোত টের পাওয়া যায়৷ উপরে ১৬ ডিগ্রি সেলসিয়াস, আর নিচে মাত্র পাঁচ ডিগ্রি৷’’

খারাপভাবে ইনসুলেটেড জানালা প্রায়ই দেখা যায়৷ নেদারল্যান্ডসের প্রতি তিনটি ফ্ল্যাটের মধ্যে দুটিতে ইনসুলেশন ব্যবস্থা অত্যন্ত খারাপ৷ এই ফ্ল্যাটে দরজার সিল কোনওরকমে দরজার কাঠামোর সঙ্গে লাগানো রয়েছে৷ ফ্রান্সিস লাঙেডাইক বলেন, ‘এই জানালা কংক্রিটের মাঝে ফাঁক ছাড়া আর কিছুই নয়৷ ভালো করে সিমেন্ট দিয়ে বসানোর বদলে জানালা কোনও রকমে লাগিয়ে দেওয়া হয়েছে৷ আমাদের সবকিছু নতুন করে করতে হবে৷’

লিসা নুসি ও মারিস্কা গুনসিং-এর ফ্ল্যাটে আরও অনেক কাজ রয়েছে৷ সদর দরজার সিল খারাপ হয়ে গেছে৷ প্রায় কোথাও আধুনিক বিদ্যুৎ-সাশ্রয়ী এলইডি বাতি নেই৷ লিসা বলেন, ‘এখানে যে অনেক কিছুই আদর্শ নয়, আমি তা আগেই জানতাম৷ তবে কীভাবে সে সব বদলানো সম্ভব, সেটা জানতাম না৷ ফ্ল্যাট কোম্পানির কাছে জানতে চেয়েছিলাম৷ তবে তারা মোটেই সাহায্য করে না৷’

বাস্তব পরিস্থিতি সম্পর্কে মারিস্কা বলেন, ‘ত্রুটির প্রতি নজর আকর্ষণ করতে আমরা সত্যি চার বার টেলিফোন করেছিলাম৷ একজনকে পাঠিয়েছিল বটে, কিন্তু ইনসুলেশনের সমস্যার সমাধান করতে তারা কিছুই করেনি৷’ এবার মুশকিল আসান হিসেবে ফিক্সব্রিগেড এগিয়ে এসেছে৷ তবে শুধু স্বল্প আয়ের মানুষ এই পরিষেবা নিতে পারেন৷ বিনামূল্যেই সেই সুবিধা পাওয়া যায়৷

সংঘের কর্মীদের জন্য অর্থ আসে ইউরোপীয় ইউনিয়নের অনুদান থেকে৷ ইতিমধ্যে অন্যান্য শহরেও সেই প্রকল্পের অনুকরণ করা হচ্ছে৷ মোটামুটি একই ধরনের গ্রাহকদের এমন পরিষেবা দেওয়া হয়৷ ফ্রান্সিস লাঙেডাইক বলেন, ‘আমাদের গ্রাহকরা হয় সামাজিক ভাতা পান অথবা অন্য কোনওভাবে সরকারের সহায়তার উপর নির্ভর করেন৷ অনেকের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, অন্যরা প্রায় এক বর্ণ ডাচ বলতে পারেন না৷ খারাপ ভাষাজ্ঞান নিয়ে ফ্ল্যাট কোম্পানির সঙ্গে ত্রুটির কথা বলতে গেলে দ্রুত এড়িয়ে যাওয়া হয়৷ এমনটা আমরা প্রায়ই শুনি৷'

বর্তমানে নেদারল্যান্ডসে আনুমানিক প্রায় সাড়ে সাত লাখ মানুষ জ্বালানির ব্যয় সামলাতে নাজেহাল হচ্ছেন৷ তাদের মধ্যে অনেকেই ফ্রান্সিস ও তার সহকর্মীদের শরণাপন্ন হচ্ছেন৷ বর্তমানে শুধু আমস্টারডাম শহরেই ছ'টি টিম সমান্তরালভাবে কাজ করছে৷ ফ্রান্সিস জানান, ‘আমাদের যন্ত্রপাতি, সরঞ্জাম ও উপাদানের অভাব রয়েছে৷ মাসে একবারের বদলে এখন সপ্তাহে একবার উপাদানের অর্ডার দিতে হচ্ছে৷ ফলে দেখা যাচ্ছে, যে আমাদের টার্গেট গ্রুপের মানুষের দৈন্য কতটা বেশি৷’

কর্তৃপক্ষের প্রতি এমন মানুষের আস্থা প্রায়ই খুব কম৷ ফ্রান্সিসের মতে, ফিক্সব্রিগেডের মতো পাড়ার নিজস্ব এমন প্রকল্প তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য৷ তবে এমন সাফল্যের অন্যতম পরিণাম হল, বেশ কয়েক মাস পর্যন্ত ফিক্সব্রিগেডের নাগাল পাওয়ার জো নেই৷

ঘরে বাইরে খবর

Latest News

বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি? Akshay Tritiya 2024 date time: অক্ষয় তৃতীয়া কবে পড়ছে? রইল তারিখ, তিথি এক লিটার পেট্রোলের দাম ২৯৩.৯৪ টাকা, চাপে পাকিস্তানের মানুষ কংগ্রেসের প্রচারে অবিকল শাহরুখের মতো দেখতে ইনি কে? চটল BJP নখ, চুল কাটা হল, গ্রামীণ প্রথা মেনে প্রথমবার সদ্যোজাত মেয়েকে স্নান করালেন পপি সেনাবাহিনীর চক্ষু ছিলেন তিনি, প্রয়াত বায়ুসেনার সবচেয়ে বয়স্ক ফাইটার পাইলট ‘যাঁরা শ্রীকৃষ্ণের অপমান করেন তাঁদের সঙ্গে ওই যদুবংশীরা..’ মোদীর নিশানায় কারা? মুর্শিদাবাদে মিশনের জল খেতেই বিষক্রিয়া, অসুস্থ ১৪ পড়ুয়া, ভরতি হাসপাতালে মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান

Latest IPL News

মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.