Wife of Mohan Majhi: কখনও ভাবিনি স্বামী মুখ্যমন্ত্রী হবেন, বলছেন মোহন মাঝির স্ত্রী, ছেলে কী বললেন?
1 মিনিটে পড়ুন Updated: 12 Jun 2024, 04:59 PM ISTকখনও ভাবিনি আমার স্বামী মুখ্যমন্ত্রী হবেন, বললেন মোহন মাঝির স্ত্রী, ছেলে তো মহা খুশি। তিনি কী বললেন?
কখনও ভাবিনি আমার স্বামী মুখ্যমন্ত্রী হবেন, বললেন মোহন মাঝির স্ত্রী, ছেলে তো মহা খুশি। তিনি কী বললেন?
মোহন চরণ মাঝিকেই মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসানো হচ্ছে। ওড়িশায় পালাবদল হয়েছে। বিজেপি ক্ষমতায় এসেছে ওড়িশায়। বিজেডির জমানা শেষ। আর এবার সেখানকার মুখ্য়মন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি। তাঁর পরিবারের সদস্যদের কাছে এটি একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই ছিল না, কারণ তারা কেউই ভাবেননি যে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী হবেন।
মঙ্গলবার ভুবনেশ্বরের সরকারি কোয়ার্টারে বসবাসকারী মোহনের মা, স্ত্রী এবং দুই ছেলে অবাক হয়ে গিয়েছিলেন যখন মাঝিকে নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়। তারা প্রথমে স্থানীয় নিউজ চ্যানেল থেকে তাঁর শীর্ষ পদে পদোন্নতির কথা জানতে পারেন। সেই মুহুর্ত পর্যন্ত, তারা সম্পূর্ণ এই বিষয়টি সম্পর্কে কিছু জানতাম না। তবে তাঁরা কিছুতেই বুঝতে পারছেন না যে তাঁদের পরিবারের সদস্য় এবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন।
কখনও ভাবিনি উনি মুখ্যমন্ত্রী হবেন। আমি আশা করছিলাম যে তিনি বিজেপির নতুন মন্ত্রিসভায় মন্ত্রিত্বের জায়গা সুরক্ষিত করবেন। এটি আমার এবং আমার পরিবারের জন্য একটি শ্বাসরুদ্ধকর বিস্ময় ছিল,' মোহনের স্ত্রী প্রিয়াঙ্কা বলেছিলেন, তার কণ্ঠে অবিশ্বাস এবং গর্ব ছিল। তাঁর কাছে এটা অপ্রত্যাশিত ছিল। তাঁর স্বামী যে মুখ্য়মন্ত্রী হবেন এটা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তিনি।
প্রিয়াঙ্কা জানান, তিনি ও তাঁর পরিবার একটি নিউজ চ্যানেল দেখছিলেন। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেছিলেন যে তাঁর স্বামী রাজ্য এবং তাঁর নিজের নির্বাচনী এলাকা কেওনঝড়ের মানুষের জন্য ভাল কাজ করবেন।
মোহনের মা বালে মাঝি বলেন, ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় তিনি খুব খুশি। প্রথমে তিনি সরপঞ্চ, তারপর বিধায়ক এবং এখন মুখ্যমন্ত্রী হয়েছেন।
তিনি বলেন, ‘বাবা মুখ্যমন্ত্রী হলেন, এটা আমার কাছে বিস্ময়কর ছিল। আমার বন্ধুরা আমার কাছে ট্রিট চাইছে,’ বলেন মাঝির অষ্টম শ্রেণির ছাত্র কৃষ্ণা।
মুখ্যমন্ত্রী পদে মাঝির নাম ঘোষণার পর কেওনঝড় জেলার রাইকালায় উৎসব শুরু করেন মানুষ। মাঝির একটি ছোট্ট অ্যাসবেস্টস হাউস রয়েছে, যেখানে তিনি তার অফিসও চালাচ্ছেন।
তিনি বলেন, ‘মাঝি মুখ্যমন্ত্রী হওয়ায় আমরা সকলেই খুশি। তিনি একজন নম্র ব্যক্তি এবং অবশ্যই রাজ্যের জন্য কাজ করবেন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন, ’মুখ্যমন্ত্রীর এক প্রতিবেশী বলেছিলেন।
এদিকে, মাঝির বহু সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানাতে ভুবনেশ্বরে তাঁর বাসভবনে ভিড় করছেন।
পিটিআই ইনপুট সহ..