বাংলা নিউজ > ঘরে বাইরে > New Allegations Against Mohammed Zubair: ‘বিদেশ থেকে অর্থ নিয়েছেন’, চাঞ্চল্যকর অভিযোগ সাংবাদিক মহম্মদ জুবায়েরের বিরুদ্ধে

New Allegations Against Mohammed Zubair: ‘বিদেশ থেকে অর্থ নিয়েছেন’, চাঞ্চল্যকর অভিযোগ সাংবাদিক মহম্মদ জুবায়েরের বিরুদ্ধে

দিল্লি পুলিশের তদন্তকারী দলের সঙ্গে মহম্মদ জুবায়ের  (PTI)

জুবায়েরের বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের ৩৫ নম্বর ধারা অমান্যেরও অভিযোগ এনেছে দিল্লি পুলিশ। পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ ধ্বংস করার অভিযোগেও নতুন করে মামলা দায়ের হয়েছে জুবায়েরের বিরুদ্ধে।

চাঞ্চল্যকর অভিযোগ উঠল সাংবাদিক তথা অল্ট নিউজ ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়েরের বিরুদ্ধে। এদিন মহম্মদ জুবায়েরের জামিনের শুনানি চলাকালীন পুলিশ অভিযোগ করে যে জুবায়ের ‘রেজরপে’ গেটওয়ের মাধ্যমে বিদেশ থেকে টাকা পেয়েছেন। এই আবহে তাঁর বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের ৩৫ নম্বর ধারা অমান্যেরও অভিযোগ এনেছে দিল্লি পুলিশ। পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ ধ্বংস করার অভিযোগেও নতুন করে মামলা দায়ের হয়েছে জুবায়েরের বিরুদ্ধে।

এর আগে বৃহস্পতিবার ইন্টিলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনের চার সদস্যের একটি দল বেঙ্গালুরুতে মহম্মদ জুবায়েরের বাড়িতে হানা দেয়। সেখান থেকে জুবায়েরের ল্যাপটপ বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এর আগে অভিযোগ উঠেছিল, তদন্তে সহায়তা করছেন না জুবায়ের। সেই ল্যাপটপ খতিয়ে দেখার পর আদালতে জুবায়েরের বিরুদ্ধে নয়া অভিযোগের কথা জানাল দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, ২০১৮ সালের একটি টুইটের প্রেক্ষিতে এই সাংবাদিককে পুলিশ গ্রেফতার করে গত সোমবার। জানা গিয়েছে ২০১৮ সালের টুইটে জুবায়ের লিখেছিলেন, ‘২০১৪ সালের আগে: হানিমুন হোটেল, ২০১৪ সালের পর হনুমান হোটেল।’ এই টুইটের প্রেক্ষিতে জুবায়েরের বিরুদ্ধে অভিযোগ করেন এক টুইটার ব্যবহারকারী। অভিযোগকারীর অভিযোগ, হনুমানজি যেহেতু ব্রহ্মচারী, তাঁর সঙ্গে হানিমুন যুক্ত করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই আবহে অভিযুক্তের ইলেকট্রনিক ডিভাইস চাইছে পুলিশ। তবে জুবায়ের নাকি পুলিশকে নিজের ডিভাইস দিতে অস্বীকার করেন।

সাংবাদিক জুবায়েরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১৫৩-এ (ধর্ম, বর্ণ, জন্মস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এবং ২৯৫-এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত কাজ) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছিল আগেই। নতুন করে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ২০১ (প্রমাণ লোপাট) ধারায় মামলা করেছে পুলিশ। পাশাপাশি ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের অধীনেও মামলা হয়েছে সাংবাদিকের বিরুদ্ধে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.