দুটি নতুন গ্রহাণুর সন্ধান দেন বর্ধমান জেলার কলেজ পড়ুয়া শুদ্ধাসত্ত্ব চৌধুরী, প্রিয়ম হালদার এবং ঐশ্বর্য পাঁজা। তার স্বীকৃতি স্বরূপ নাসা স্বীকৃত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবরেশন তাদের আবিষ্কৃত গ্রহাণুর নাম BURDWAN01-কে মান্যতা দিয়েছে।
বর্ধমানের কালনা গেট এলাকার বাসিন্দা শুদ্ধাসত্ত্ব চৌধুরি। চন্ডিগড় ইউনিভার্সিটি অ্যারোস্পেস ডিপার্টমেন্টের ছাত্র তিনি। অন্যদিকে কম্পিউটার সায়েন্সের ছাত্র প্রিয়ম হালদার এবং সিভিল ইঞ্জিনিয়ারের ছাত্রী ঐশ্বর্য পাঁজা। তিন বন্ধু মিলেই মহাকাশ অবজারভেশানের টিম তৈরি করেন। নাম দেন গ্লোবট্রর্টাস। শুদ্ধাসত্ত্ব জানিয়েছেন, ভবিষ্যতেও বর্ধমান থেকেই মহাকাশ পর্যবেক্ষণের কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা তাঁদের। বর্ধমানের গ্রামের পরিবেশ তুলনামূলকভাবে দূষণমুক্ত। বায়ু বা আলোর দূষণ কম। তাই সেখানে এই ধরণের গবেষণায় সুবিধা তাঁদের।
তাঁরাই খুঁজে পান এই দুই গ্রহাণু। গ্রহাণু দুটির কোড নেম P11dsAI ও Iub4271 । ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবরেশনের ডেটাবেস অনুযায়ী গ্রহাণু দুটির নাম Glo0020 ও Glo0036 । p11dsai গ্রহাণুটির ব্যাসার্ধ প্রায় ০.৬ মাইল।