বাংলা নিউজ > ঘরে বাইরে > New CrPC & IPC Draft: শীঘ্রই CrPC এবং IPC-র নতুন খসড়া বিল পেশ করা হবে সংসদে, জানালেন অমিত শাহ

New CrPC & IPC Draft: শীঘ্রই CrPC এবং IPC-র নতুন খসড়া বিল পেশ করা হবে সংসদে, জানালেন অমিত শাহ

সরকার শীঘ্রই সংসদে ফৌজদারি কার্যবিধি (CrPC) এবং ভারতীয় দণ্ডবিধির (IPC) জন্য নতুন খসড়া বিল পেশ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার এমনই কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে।