সরকার শীঘ্রই সংসদে ফৌজদারি কার্যবিধি (CrPC) এবং ভারতীয় দণ্ডবিধির (IPC) জন্য নতুন খসড়া বিল পেশ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার এমনই কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে।
1/5অমিত শাহ বলেন, ‘CrPC এবং IPC-এর উন্নতির বিষয়ে বেশ কিছু পরামর্শ পাওয়া গিয়েছে। আমি এই বিষয়টিকে বিশদভাবে খতিয়ে দেখছি। প্রতিদিন কয়েক ঘণ্টা করে এই বিষয়টি নিয়ে মাখা ঘামাচ্ছি আমি। আমরা অল্প সময়ের মধ্যেই সংসদে নতুন CrPC, IPC খসড়া নিয়ে আসব।’ (Amit Shah Twitter)
2/5এই চিন্তন শিবিরটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিন্তন শিবিরের উদ্বোধন করেন। এই শিবিরে আট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ১৬ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীরা অংশ নিয়েছেন। (ছবি - পিটিআই) (Amit Shah Twitter)
3/5উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ১৮৭২-এর সংশোধন করার ক্ষেত্রে পরামর্শ চেয়ে একটি ফৌজদারি আইন সংস্কার কমিটি গঠন করেছিল। (Amit Shah Twitter)
4/5কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ডঃ রণবীর সিং। কমিটিতে আরও ছিলেন - দিল্লি এবং ডিএনএলইউ-এর তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ডঃ জিএস বাজপেয়ী, ডিএনএলইউ-এর ভিসি অধ্যাপক ডঃ বলরাজ চৌহান, সিনিয়র অ্যাডভোকেট মহেশ জেঠমালানি এবং দিল্লির প্রাক্তন জেলা ও দায়রা জজ জিপি থারেজা। (প্রতীকী ছবি - Pixabay) (Amit Shah Twitter)
5/5২০২২ সালের ফেব্রুয়ারিতে এই কমিটি জনগণের পরামর্শ গ্রহণের পর সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেয়। ২০২২ সালের এপ্রিলে আইন মন্ত্রক রাজ্যসভাকে বলে যে সরকার ফৌজদারি আইনগুলি পর্যালোচনা করার কাজ শুরু করেছে। (Amit Shah Twitter)