রেজাউল এইচ লস্কর
সীমান্ত নিয়ে সমঝোতার যে বিষয়টি রয়েছে সেটা মেনে চলার জন্য রবিবার বাংলাদেশকে জানিয়ে দিল ভারত। সেই সঙ্গে সীমান্তে অপরাধ কমাতে দুদেশের মধ্য়ে সমণ্বয় দরকার বলেও জানিয়ে দিয়েছে ভারত।
এদিকে সম্প্রতি ঢাকার তরফ থেকে বলা হয়েছিল বিএসএফ সীমান্তের পাঁচটি জায়গায় বেড়া দিতে চাইছে। বিএসএফ বাংলাদেশী পাচারকারীদের আটকানোর চেষ্টা করতেই নানা কথা বলতে শুরু করেছে বাংলাদেশ।
ঢাকাতে বিদেশমন্ত্রণালয়ে বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিনের সঙ্গে একটি বৈঠক হয়েছে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার। সেখানেই নয়া দিল্লির অবস্থান পরিষ্কার করে দিয়েছেন তিনি। প্রায় ৩০ মিনিটের বেশি সেই বৈঠক হয়। এরপর ভার্মা সাংবাদিকদের বলেন, আমরা প্রত্যাশা করছি পারস্পরিক বোঝাপড়া লাগু হবে। অপরাধ দমাতে একটি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকবে।
তিনি জানিয়েছেন বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে দেখা করেছেন কারণ অপরাধ মুক্ত সীমান্ত তৈরিতে ভারত কতটা বদ্ধপরিকর সেটা জানানো হয়েছে। পাচার, দুষ্কৃতীদের আনাগোনার বিষয়টি বলা হয়েছে। সুরক্ষার স্বার্থে বেড়া দেওয়ার বিষয়টি নিয়ে একটা সমঝোতা রয়েছে। বিএসএফ ও বিজিবি এনিয়ে পারস্পরিক সংযোগ রক্ষা করবে।
এদিকে বাংলাদেশের কিছু মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, আসলে সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করতেই ভারতের হাইকমিশনার মিটিংয়ের আহ্বান করেন।
বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে জসিমউদ্দিন বিএসএফের কাজকর্মে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে কাঁটাতার দেওয়ার মতো অবৈধ কাজ করা হচ্ছে, উত্তেজনা ছড়ায় এমন বিষয় থেকে দূরে থাকার জন্য ভারতের কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জসিমউদ্দিনের দাবি, এই কাঁটাতার দেওয়ার মতো কাজ এটা পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। বিএসএফ ও বিজিবির মধ্য়ে আলোচনায় এই প্রসঙ্গ তোলা হবে। বিএসএফ সুনামগঞ্জ সীমান্তে একজনকে গুলি করে মেরেছে বলেও দাবি করেছে বাংলাদেশ। এই ‘বর্ডার কিলিং’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
জসিমউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বাস করে গঠনমূলক আলোচনার মাধ্যমে এই ইস্যুগুলি মেটানো সম্ভব। সীমান্তে শান্তি বজায় থাকে সেই বিষয়টিকে বজায় রাখা দরকার।
বিএসফ জানিয়েছে, উত্তর ২৪ পরগনায় বাংলাদেশের গরু পাচারকারীরা হামলা চালাচ্ছে। সেকারণেই জওয়ানরা বিষয়টি আটকেছে। বাংলাদেশি পাচারকারীরা মালদা ও মুর্শিদাবাদ জেলায় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে। সেকারণেই গুলি চালাতে বাধ্য় হয়েছে।
এদিকে বিজিবি মালদায় কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বলে খবর।