বাংলা নিউজ > ঘরে বাইরে > PresVu Eye Drops: চশমা পরতে হবে না! বাজারে আসছে নতুন আইড্রপ, অনুমোদন দিল DCGI, কবে থেকে পাবেন?

PresVu Eye Drops: চশমা পরতে হবে না! বাজারে আসছে নতুন আইড্রপ, অনুমোদন দিল DCGI, কবে থেকে পাবেন?

চশমা পরতে ভালো লাগে না? আসছে নতুন আইড্রপ, অনুমোদন দিল DCGI, কবে থেকে পাবেন? প্রতীকী ছবি পিক্সাবে।

চশমার প্রয়োজনীয়তা কমতে পারে। বাজারে আসছে নয়া আইড্রপ। 

চশমা পরার ক্ষেত্রে অনেকেরই কিছুটা অস্বস্তি থাকে। তবে এবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া একটি নতুন ধরনের আই ড্রপের কথা ঘোষণা করেছে। এই আই ড্রপ দিলে চশমা নাও পরতে হতে পারে। মুম্বইয়ের একটা ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই আইড্রপ বানিয়েছে। 

এনটড ফার্মাসিউটিক্যালস ঘোষণা করেছে যে তারা PresVu আই ড্রপের একটা চূড়ান্ত অনুমোদন পেয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এগুলি ওষুধের দোকানে মিলবে। 

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশের সাবজেক্ট এক্সপার্ট কমিটি সুপারিশ করেছিল। তারপরই এল চূড়ান্ত অনুমোদন। 

প্রেসভিউ হল ভারতের প্রথম আই ড্রপ দিলে চশমা না পরলেও হবে। অর্থাৎ সাধারণভাবে ৪০ পেরোলেই চালশে। কিংবা চল্লিশ পার হলেই যাদের চশমার প্রয়োজন হয় তাদের জন্য এবার সুখবর। চশমা না পরে আই ড্রপ ব্যবহার করলেই হবে। তবে চিকিৎসকদের সুপারিশ ছাড়া কোনওভাবেই এই ড্রপ ব্যবহার করাটা ঠিক হবে না। 

এনটড ফার্মাসিউটিক্যালসের সিইও নিখিল কে মাসুরকার পিটিআইকে জানিয়েছেন, প্রেসভিউ শুধু কোনও একটি প্রোডাক্ট নয়, এটা একটা সমাধান। এর মাধ্যমে বহু মানুষের দৃষ্টিশক্তি আরও শক্তিশালী হবে। 

মূলত প্রেসবায়োপিয়ার সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য উপযোগী হতে পারে এই আইড্রপ। গোটা বিশ্বের প্রায় ১.০৯ থেকে ১.০৮ বিলিয়ন মানুষ এই সমস্যায় ভোগেন। মূলত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্যাটা মারাত্মক আকার নেয়। কাছাকাছি জিনিস দেখার ক্ষেত্রেও সমস্যা হতে থাকে। 

এই কোম্পানি আফ্রিকা  ও সাউথ ইস্ট এশিয়ার বাজারও ধরতে চাইছে। ভারতের বাজারও ধরতে চাইছে। পরবর্তী সময় তারা আমেরিকার বাজার ধরার জন্যও তৎপর হবে। 

এমনকী কোম্পানির তরফে বলা হয়েছে যে সমস্ত জায়গায় ওষুধ পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে সেখানেও যাতে এই ওষুধ পাওয়া যায় তার ব্যবস্থা করা হবে। 

আসলে বয়স বাড়লে অনেককেই চশমা পরতে হয়। কিন্তু অনেকের কাছে চশমা মানেই একটা বোঝা। বেশিক্ষণ পরে থাকতে ভালো লাগে না। অনেকে আবার চশমা পরতে ভালোবাসেন। তবে যাঁদের চশমা পরতে ভালো লাগে না তাদের কাছে এবার সুখবর। বার বার চশমা ভেঙে যাওয়ার ঝক্কি কমবে। এবার আই ড্রপ দিলেই হবে। তবে কাউন্টার থেকে সরাসরি না কিনে চিকিৎসকদের পরামর্শ মেনেই এই আই ড্রপ ব্যবহার করাটা জরুরী। না হলে সমস্যা হলেও হতে পারে। 

পরবর্তী খবর

Latest News

নবান্নে অপেক্ষা করছি, আপনারা আসুন,ঝাঁটা হাতে জুনিয়র ডাক্তাররা, কথা বলতে চান মমতা যুদ্ধের মাঝে সদ্য ভারতকে নিয়ে পুতিনের বড় বার্তার পর সৌদিতে জয়শঙ্কর-ল্যাভরভ বৈঠক দলীপে নেই, বিলেতে ঝড় চাহালের, কাউন্টিতে ৫ উইকেট নিয়ে ঢাকলেন পৃথ্বীর ব্যর্থতা স্বাস্থ্যভবন অভিযানে 'ব্রেন' হাতে জুনিয়ার ডাক্তাররা! কী কী ঘটল? এবার আসছে নয়া কর সিস্টেম, এলাকাভিত্তিক সম্পত্তি কর পুরসভায়, কবে থেকে চালু? মমতার উৎসবে ফেরার বার্তায় ‘না’, স্বস্তিকা-কিঞ্জলদের ছবি বয়কটের ডাক ছাত্রনেত্রীর বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, কৃষ্ণ কল্যাণী সরলেন কেন? ‘দেবাংশু, আমার প্রিয় আইসক্রিম’, তৃণমূল নেতাকে চরম ট্রোল করলেন CPIM-র শতরূপ! INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এ রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি কাশ্মীরে কী যে ভয় লাগছিল!মন্ত্রী থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়েই দিলেন কংগ্রেস নেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.