একাধিক রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ করা হল। কোন রাজ্যে রাজ্যপাল বদল হল সেটা জেনে নিন।
ভারতের রাষ্ট্রপতি ওড়িশার রাজ্যপালের পদ থেকে শ্রী রঘুবর দাসের ইস্তফা গ্রহণ করেছেন। অন্যদিকে ভারতের রাষ্ট্রপতি একাধিক রাজ্যে রাজ্যপাল নিয়োগে ক্ষেত্রে অনুমতি দিয়েছেন।
১) এবার ওড়িশার রাজ্যপাল হচ্ছেন ডঃ হরিবাবু কামভামপতি। তিনি মিজোরামের রাজ্যপাল ছিলেন।
২) জেনারেল (ডঃ)বিজয় কুমার সিং পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম( অবসরপ্রাপ্ত) তিনি মিজোরামের রাজ্যপাল হিসাবে নিয়োগ পাচ্ছেন।
৩) বিহারের রাজ্যপাল শ্রী রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরকে কেরলের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে।
৪) কেরলের গভর্নর আরিফ মহম্মদ খানকে বিহারের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হচ্ছে।
৫)মণিপুরের গভর্নর করা হচ্ছে অজয় কুমার ভাল্লাকে।
প্রসঙ্গত যবে থেকে তাঁরা দায়িত্ব নেবেন তবে থেকেই তাঁদের নিয়োগ কার্যকরী করা হবে।
পিটিআই সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে সংঘাতবিধ্বস্ত মণিপুরের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে, প্রাক্তন সেনাপ্রধান বিজয় কুমার সিংকে মিজোরামের নতুন রাজ্যপাল এবং কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিহারে স্থানান্তরিত করা হয়েছে। তিনি হবেন বিহারের রাজ্যপাল।
এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে,
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে।
অসম-মেঘালয় ক্যাডারের ১৯৮৪ ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার ভাল্লা লক্ষ্মণ প্রসাদ আচার্যের জায়গায় স্থলাভিষিক্ত হবেন, যাঁকে হিংসা কবলিত রাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব হিসাবে অজয় কুমার ভাল্লার মেয়াদ অগস্টে শেষ হয়েছিল। ২০১৯ সালের অগস্টে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। দেশের শীর্ষ আমলা ক্যাবিনেট সেক্রেটারির পর গুরুত্বপূর্ণ পদে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ভাল্লা। তাঁর স্থলাভিষিক্ত হন সিনিয়র আইএএস অফিসার গোবিন্দ মোহন।
প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিংকে (অবসরপ্রাপ্ত) মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত লোকসভায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের প্রতিনিধিত্ব করার পরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।