ট্রেনে, বাসে, ট্রামে এতদিন মাসিক পাস ব্যবস্থা দেখে এসেছে সাধারণ মানুষ। সময় বদলেছে। এরই সঙ্গে মানুষের চাহিদাতেও পরিবর্তন এসেছে। এই আবহে এবার হাইওয়েতে প্রাইভেট গাড়ির জন্যে মাসিক পাস চালুর ভানচিন্তা শুরু করছে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, টোল থেকে উপার্জিত মোট অর্থের ২৬ শতাংশই আসে প্রাইভেট গাড়ি থেকে। আর বাকি ৭২ শতাংশ আসে কমার্শিয়াল গাড়ি থেকে। এই আবহে প্রাইভেট গাড়িতে যাত্রা করা সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং টোল প্লাজায় গাড়ির ভিড় কমাতে এই পাস ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে সরকার। (আরও পড়ুন: অনুপ্রবেশের সময় সাগরে ডুবল নৌকা, প্রাণ হারালেন অন্তত ৪৪ পাকিস্তানি)
আরও পড়ুন: রাজ্যগুলির সাথেও আলোচনা... অষ্টম বেতন কমিশন নিয়ে কী বলল কেন্দ্রীয় সরকার?
আরও পড়ুন: ফের ভাঙল SpaceX-এর স্টারশিপ, ইলন মাস্ক বললেন - ‘সাফল্য না এলেও বিনোদন নিশ্চিত’
নীতিন গডকড়ি বলেন, 'আমরা মাসিক বা বার্ষিক পাস চালু করার কথা ভাবছি প্রাইভেট গাড়ি জন্যে। সার্বিক ভাবে এটা মোট উপার্জনের ওপর প্রভাব ফেলবে না।' এদিকে গডকড়ি জানান, হাইওয়ের সব টুল বুথ গ্রামের সীমানার বাইরে করার কথা ভাবছি আমরা। স্থানীয়দের যাতে গাড়ির যানজটে কোনও সমস্যা না হয়, তার জন্যেই এই ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে। এদিকে টোল ব্যবস্থাতেও বদল আনার কথা ভাবছে সরকার। গডকড়ির কথায়, গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম ভিত্তিক টোল ব্যবস্থা চালু করা হবে পরীক্ষামূলক ভাবে। তিনি জনান, টোল ব্যবস্থার আধুনিকীকরণই সরকারের লক্ষ্য। উল্লেখ্য, এই গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম ভিত্তিক টোল ব্যবস্থা স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে এটা নির্ধারণ করে যে একটি গাড়ি কতটা পথ চলেছে এবং সেই অনুপাতে সেই গাড়ির টোলের পরিমাণ কতটা হওয়া উচিত। (আরও পড়ুন: কানাডার PM হতে মনোনয়ন ভারতীয় বংশোদ্ভূত MP-র, বক্তৃতা রাখলেন মাতৃভাষায়)
আরও পড়ুন: মমতার 'দল চালানোর ঘোষণা'র পর বড় মন্তব্য অভিষেকের, বললেন- প্রশাসন মানে...
এদিকে যদি গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম চালু করে টোল নেওয়া শুরু করা যায়, তাহলে কোনও টোল প্লাজারই প্রয়োজন পড়বে না। এতে হাইওয়েতে যানজটের সম্ভাবনাও কমে যাবে। এই গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম চালুর জন্যে গাড়িগুলিতে 'অনবোর্ড ইউনিট' বসানো থাকতে হবে। সেই অনবোর্ড ইউনিট থেকেই সিগন্যাল পেয়ে গাড়ির গতিবিধির ওপর নজর রাখতে পারবে গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এই ব্যবস্থা চালু করা সম্ভব হলে প্রাইভেট গাড়ির জন্যে অনেক সুবিধা হবে। এরই সঙ্গে দেশ জুড়ে পরিবহণ পরিকাঠামো আরও 'স্মার্ট' হয়ে উঠবে।