বাজেট পেশের সময়ই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে আয়কর সংক্রান্ত একটি নয়া বিল সংসদে পেশ করা হবে। সেই বিল ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে বলে জানা গিয়েছে। আর এবার টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হল, এই বিলটি মঙ্গলবার সংসদে পেশ করা হতে পারে। রিপোর্টে অনুযায়ী, এই বিলের মূল লক্ষ্য হবে আইনের বিধানগুলির সরলীকরণ। অপ্রয়োজনীয় ভাষার জটিলতাকে দূর করে সেই আইনের বিধানগুলি যাতে সাধারণ মানুষের জন্যে আরও বোধগম্য করা যায়, তারই চেষ্টা করা হবে এই নয়া বিলে। (আরও পড়ুন: রেপো রেট তো কমেছে, ফিক্সড ডিপোজিটে টাকা রাখা আমানতকারীরা কী করতে পারেন এবার?)
আরও পড়ুন: ভাঙবে সরকারি কর্মীদের 'স্বপ্ন'? সামনে এল পকেটে 'প্রভাব' ফেলা খবর
আরও পড়ুন: কোন ব্যাঙ্কের ব্যক্তিগত ঋণে ইএমআই আপাতত সবচেয়ে কম? একনজরে দেখুন তালিকা
এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। তিনি জানিয়ে দেন, ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। এরই সঙ্গে হেরফের করা হয়েছে ট্যাক্স স্ল্যাবে। যুক্ত করা হয়েছে ২৫ শতাংশের নয়া একটি স্ল্যাব। বাজেটে ঘোষিত নয়া স্ল্যাব অনুযায়ী, এবার ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর শূন্য। এরপর ৪ লাখ থেকে ৮ লাখে আয়কর ৫ শতাংশ। ৮ লাখ থেকে ১২ লাখে আয়কর ১০ শতাংশ। ১২ লাখ থেকে ১৬ লাখে আয়কর ১৫ শতাংশ। ১৬ লাখ থেকে ২০ লাখে আয়কর ২০ শতাংশ। ২০ থেকে ২৪ লাখে আয়কর ২৫ শতাংশ এবং ২৪ লাখের ওপরে আয়কর ৩০ শতাংশ। (আরও পড়ুন: বহু বছর পর কমল রেপো রেট; ২০ লাখ, ৩০ লাখ, ৫০ লাখ টাকার গৃহঋণে কত EMI বাঁচতে পারে?)
আরও পড়ুন: ৫ বছর পর কমল রেপো রেট; ৫ লাখ, ৭ লাখ বা ১০ লাখের গাড়ির ঋণে কত EMI বাঁচতে পারে?
এই আবহে আগের তুলনায় নয়া আয়কর ঘোষণার পর থেকে করদাতাদের কত 'লাভ' হবে? বাজেট নথি হিসেবে, যাদের আয় ৮ লাখ টাকা, আগের থেকে এবার তাদের ৩০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাগের আয় ৯ লাখ টাকা, তাদের আগের তুলনায় ৪০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাদের আয় ১০ লাখ টাকা, তাদের আগের থেকে ৫০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাঁর আয় ১২ লাখ টাকা, তাঁর ৮০,০০০ টাকা আয়কর বাঁচবে। যাঁর আয় ১৬ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৫০,০০০ টাকা। যে করদাতার আয় ১৮ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৭০,০০০ টাকা। যাঁর আয় ২০ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ৯০,০০০ টাকা। যে করদাতার আয় ২৫ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ১,১০,০০০ টাকা।