লক্ষ্য যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি। আরও এক নয়া কোচ আনছে ভারতীয় রেল। নতুন এই মেমু সেট অনেকটা কলকাতা মেট্রোর ধাঁচে তৈরি। দেখতে একেবারে সেই রকমই।
নতুন এই কোচ হাওড়া-শিয়ালদহ-আসানসোল ডিভিশনে চালানো হবে। প্রাথমিকভাবে সবকিছু নির্বিঘ্নে হলে দক্ষিণ পূর্ব রেলও এই মেমু সেট ব্যবহার করবে।
ইতিমধ্যেই এসেছে : পাঞ্জাবের কাপুরথালাতে এই প্রথম মেমু ট্রেন সেট তৈরি করা হয়। আর তার একটি রেক প্রথমেই আনা হয়েছে শিয়ালদহে।
বারাকপুর-রানাঘাট-লালগোলার সেকশনে নতুন মেমু সেট চালানো হবে। এমনটাই পরিকল্পনা পূর্ব রেলের।
কী কী সুবিধা থাকছে ?
আরামদায়ক গদিওয়ালা সিট, বায়ো টয়লেট থাকছে। সুরক্ষার জন্য প্রতি কোচে ৪টি সিসিটিভি থাকবে। তার লাইভ ফিড যাবে রেলের কন্ট্রোল রুমে। এই ট্রেন ৩০% বেশি যাত্রী বহন করতে পারবে বলে জানিয়েছে রেল।
সুরক্ষার দিকেই বেশি নজর দিয়েছে ভারতীয় রেল। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হলে স্বয়ংক্রিয়ভাবেই গতি কমিয়ে থেমে যাবে ট্রেনটি।
ট্রেনের ইলেকট্রিক কন্ট্রোল সিস্টেম নেদারল্যান্ডসে তৈরি। চালকের কোচে থাকবে ডেটা রেকর্ডার বক্স। অনেকটা বিমানের ব্ল্যাক বক্সের মতো। অর্থাত্ ট্রেনের প্রতিটা মুহূর্তের তথ্য এতে রেকর্ড থাকবে।