আজকে উদ্বোধন করা হবে ভারতের নতুন সংসদ ভবনের। সকাল থেকেই শুরু হবে আচার অনুষ্ঠান। সংসদ ভবনের সামনে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে যজ্ঞ এবং পুজোর মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে সকাল সাড়ে সাতটার সময়। এই সময়ে সেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এবং অন্যান্য বিশিষ্টজনেরা।
যজ্ঞ এবং পুজো সম্পন্ন হওয়ার পর সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে সংসদ ভবনে 'সেঙ্গল' প্রতিষ্ঠা করার আচার অনুষ্ঠান। সকাল সাড়ে আটটায় শুরু হবে সেঙ্গল প্রতিষ্ঠার অনুষ্ঠান। চলবে ৯টা পর্যন্ত। সকাল সাড়ে ৯টার সময় শুরু হবে প্রার্থনা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদি শঙ্করাচার্য, বিভিন্ন মঠের সাধু এবং পণ্ডিতরা। এই প্রার্থনা অনুষ্ঠানে আদি শিব এবং আদি শঙ্করাচার্যের পুজো করা হতে পারে।
উল্লেখ্য, এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল একটি সোনার রাজদণ্ড। সেই রাজদণ্ডই এবার প্রধানমন্ত্রীর হাত ধরে প্রতিষ্ঠিত হবে দেশের নতুন সংসদভবনে। এই সোনার রাজদণ্ডের একটি ইতিহাস রয়েছে। ভারতের স্বাধীনার অধ্যায়ে এই রাজদণ্ডের এক বিশাল বড় ভূমিকা রয়েছে। ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে, তখন স্বাধীনতার প্রতীক হিসেবে এই সেঙ্গল তৎকালীন প্রধানমন্ত্রী জওহলরলাল নেহরুর হাতে তুলে দিয়েছিলেন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। এই সোনার রাজদণ্ডটি এতদিন রাখা ছিল এলাহাবাদ জাদুঘরে। তবে আজ এই রাজদণ্ডটি নতুন সংসদভবনে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, যখন প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনে এই সেঙ্গল প্রতিষ্ঠিত করবেন, তখন বেশ কয়েকজন তামিল সঙ্গীতজ্ঞ 'নদস্বরম' নামক এক বাদ্যযন্ত্র বাজাবেন। প্রধানমন্ত্রী মোদীর হাতে সেই রাজদণ্ড থাকবে, তখন মোদীর পাশাপাশে সেই সঙ্গীতজ্ঞরাও হাঁটবেন। সেই সময় লোকসভায় উপস্থিত থাকবেন তামিল শৈব মঠের পুরোহিতরা। সেই পুরোহিতরা পবিত্র জল ছিটিয়ে দেবেন সেঙ্গলের ওপর। সেই সময় তামিল গায়করাও রীতি মেনে গান গাইবেন।
এরপর দুপুর ১২টার সময় আজকের অনুষ্ঠানের দ্বিতীয় ভাগের সূচনা হবে। সেই সময় দু'টি তথ্যচিত্র প্রদর্শিত হবে। তথ্যচিত্র প্রদর্শনীর পর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির বার্তা পাঠ করবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। রাজ্যসভার বিরোধী দলনেতারও এই সময় বক্তৃতা দেওয়ার কথা। তবে কংগ্রেস এই অনুষ্ঠান বয়কট করায় তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এরপর লোকসভার স্পিকার ওম বিড়লা বক্তৃতা পেশ করবেন। সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে একটি ৭৫ টাকার কয়েন এবং একটি স্ট্যাম্প উন্মোচন করা হবে। আজকের অনুষ্ঠান শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের মাধ্যমে। দুপুর আড়াইটে নাগাদ প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনে ভাষণ রাখতে পারেন বলে জানা যাচ্ছে।