ইতিমধ্যেই সরকারি কর্মীদের নয়া বেতন কমিশনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। রেলের কর্মীরাও এই সুবিধা পাবেন। এর জেরে সরকারের খরচ হবে ৩০ থেকে ৩২ হাজার কোটি টাকা। এই আবহে এই বাড়তি খরচ তুলতে রেলের ভাড়া বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করা হয় সাম্প্রতিক রিপোর্টে। তবে আসন্ন দিল্লি নির্বাচন এবং শরিকি চাপের মুখে সরকার সেই পথে আর হাঁটবে না বলে দাবি করা হল আনন্দবাজার পত্রিকার রিপোর্টে। উল্লেখ্য, এর আগে ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনের পরে যথাক্রমে ১৮ এবং ২২ হাজার কোটি টাকার বাড়তি বোঝা চেপেছিল সেই রেলের ঘাড়ে। এই আবহে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে রেলের টিকিটে ভর্তুকি কমানোর সুপারিশ করা হয়েছিল মন্ত্রকের তরফ থেকে। তবে আপাতত এই নিয়ে কোনও সিদ্ধান্ত হবে না। এর আগে সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী জানিয়েছিলেন, যাত্রী ভাড়ায় ৫৬ হাজার ৯৯৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে রেল। (আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমছে হু হু করে,পড়শি বাংলাদেশের পকেটে এখন কত ডলার?)
আরও পড়ুন: ৯০ ঘণ্টা কাজ বির্কে L&T প্রধানের হয়ে গলা ফাটালেন TCS CEO, কী বললেন তিনি?
আরও পড়ুন: আদানির চাপে চোখে অন্ধকার, আঁধার মেটাতে বিশ্বব্যাঙ্ক থেকে $৩ কোটির ঋণ বাংলাদেশের
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদনের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরই সঙ্গে তিনি বলেন, এই নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করা হবে। প্রসঙ্গত, সপ্তম বেতন কমিশন গঠন হয় ২০১৬ সালে এবং তার মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। এই আবহে তার আগেই নয়া বেতন কমিশন গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করে সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ৪৯ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও দিল্লি সরকারের অধীনে থাকা সরকারি কর্মী এবং প্রতিরক্ষা খাতে কর্মরত ৪ লাখ কর্মীও উপকৃত হবেন এতে। উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন সংশোধন চালু করার জন্য প্রতি ১০ বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করা হয়। স্বাধীনকার পর থেকে এখনও পর্যন্ত সাতটি কেন্দ্রীয় বেতন কমিশন চালু হয়েছে। (আরও পড়ুন: রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়বে ভারতে? জবাব দিলেন ইন্ডিয়ান অয়েল প্রধান)
আরও পড়ুন: চাকরি ছাড়ার হার বেড়েছে IT সেক্টরে, কত ফ্রেশার নিয়োগের পরিকল্পনা সংস্থাগুলির?
আরও পড়ুন: নিয়মের নামে পকেট কাটার চেষ্টা? জিও-Vi-এয়ারটেলকে পাশ করতে হবে TRAI-এর পরীক্ষা
এদিকে ২০২৫ সালের বাজেট ঘোষণার কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন অনুমোদনের ঘোষণা করলেও তা কবে স্থাপন করা হবে তার সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য ঘোষণা করেছেন, ২০২৬ সালের মধ্যে কমিশন গঠন করা হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন চালু হওয়ার বিষয়টি দেখভালের জন্য শীঘ্রই চেয়ারম্যান ও দু'জন সদস্য নিয়োগ করা হবে। (আরও পড়ুন: আচমকা বন্ধ হল FITJEE-র একের পর এক কোচিং সেন্টার, মাথায় হাত পড়ুয়াদের!)
অশ্বিনী বৈষ্ণব বলেন, '২০২৬ সালে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই গঠন হবে অষ্টম বেতন কমিশন। এই আবহে ২০২৬ সালের আগেই সেই কমিশনের সুপারিশ পাওয়ার জন্য যথেষ্ট সময় পাব আমরা।' মন্ত্রী আরও বলেছিলেন, এই নিয়ে অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সাথে পরামর্শ করা হবে। যদিও রাজ্য সরকারগুলির সঙ্গে কথা বললেও সংশ্লিষ্ট রাজ্যে নয়া বেতন কমিশন জারি করার দায়িত্ব এবং অধিকার সেখানকার সরকারেরই থাকবে। অবশ্য দেশের বহু রাজ্যই কেন্দ্রের মতো সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন দেয় কর্মীদের।