বাংলা নিউজ > ঘরে বাইরে > Sonali Phogat: জোর করে পানীয় খাওয়ানো হচ্ছে বিজেপি নেত্রী সোনালিকে,বিস্ফোরক Video

Sonali Phogat: জোর করে পানীয় খাওয়ানো হচ্ছে বিজেপি নেত্রী সোনালিকে,বিস্ফোরক Video

বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাট (ANI Photo) (ANI)

গোয়া পুলিশ জানিয়েছে একজন ড্রাগ পেডলারকে গ্রেফতার করা হয়েছে। সে সোনালির সঙ্গীকে ড্রাগ সরবরাহ করেছিল বলে অভিযোগ। ওই রেস্তরাঁর মালিককেও গ্রেফতার করা হয়েছে।

গত ২৩ অগস্ট গোয়াতে মৃত্যু হয়েছিল বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাটের। তাঁর মৃত্যুকে ঘিরে পরতে পরতে রহস্য। এদিকে তাঁর মৃত্যুর পরে সম্প্রতি একটি ভিডিয়ো ক্লিপ ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি ডান্স ফ্লোরে তাঁকে জোর করে কোনও পানীয় খাওয়ানো হচ্ছে। সম্ভবত যিনি তাকে পানীয়টি খাওয়াচ্ছেন তিনি হলেন সুধীর সাংগওয়ান। তিনি ওই অভিনেত্রীর সঙ্গী হিসাবে গোয়ায় গিয়েছিলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

অপর একটি ভিডিয়োতে দেখা গিয়েছে তিনি বেশ কষ্ট করে হাঁটছেন। তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। পরের দিন হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল।

পুলিশ ওই ভিডিয়ো ক্লিপটি পরীক্ষা করে দেখছে। গোয়ার ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ ওমভির সিং বিষ্ণোই জানিয়েছেন, একটি ক্লাবে হরিয়ানার ওই বিজেপি নেত্রীর সঙ্গে অভিযুক্ত সুধীর সাংগাওয়ান ও সুখবিন্দর সিং পার্টি করেছিলেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে তাঁকে জোর করে কিছু খাওয়ানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, জেরা করার সময় সুখবিন্দর ও সুধীর জানিয়েছেন তারা ইচ্ছাকৃতভাবে একটি কেমিক্যাল মিশিয়ে দিয়েছিলেন। এরপর সেটি জোর করে খাইয়ে দেন। ২৩ অগস্ট সকালে উত্তর গোয়াতে আঞ্জুয়ানাতে সেন্ট অ্যান্থনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে তাঁর শরীরে একাধিক ভোঁতা অস্ত্রের আঘাত ছিল।

গোয়া পুলিশ জানিয়েছে একজন ড্রাগ পেডলারকে গ্রেফতার করা হয়েছে। সে সোনালির সঙ্গীকে ড্রাগ সরবরাহ করেছিল বলে অভিযোগ। ওই রেস্তরাঁর মালিককেও গ্রেফতার করা হয়েছে।

বন্ধ করুন