কংগ্রেস সভাপতি নির্বাচনের ফল, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের ফল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর, নরেন্দ্র মোদীর দুই দিনের গুজরাট সফর… দিনভর দেশ, বিদেশ এবং রাজ্যের যাবতীয় খবরের লাইভ আপডেটে চোখ রাখতে দেখুন হিন্দুস্তান টাইমস বাংলা।
হার মানলেন শশী থারুর
কংগ্রেস সভাপতি নির্বাচনের ফল প্রকাশের আগেই নিজের হার মেনে নিলেন শশী থারুর। নয়া দায়িত্বের জন্য মল্লিকার্জুন খাড়গেকে শুভেচ্ছাও জানান তিনি। শশী থারুর মাত্র ১০৭২ ভোট পেয়েছেন বলে জানা গিয়েছে।
খাড়গেকে আগেই সভাপতি বানিয়ে দিলেন রাগা
নির্বাচনের ফল প্রকাশের আগেই মল্লিকার্জুন খাড়গেকে দলের সভাপতি বানিয়ে দিলেন রাহুল গান্ধী। আজ কংগ্রেসে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে রাহুল গান্ধী বলেন, ‘আমার ভূমিকা নির্ধআরণ করবেন কংগ্রেস সভাপতি… খাড়গেজিকে জিজ্ঞাসা করুন।’ উল্লেখ্য, এখনও কংগ্রেস সভআপতি পদের নির্বাচনের ফল প্রকাশ হয়নি।
কংগ্রেস সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ ‘টিম শশী’র
শশী থারুরের দলের তরফে কংগ্রেস সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ করা হল। দলের নির্বাচনী সংস্থাকে চিঠি লিখেছেন তাঁরা।
কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোট গণনা শুরু
কংগ্রেসের সদর দফতরে দলের সভাপতি নির্বাচনের ভোট গণনা শুরু হল। দুপুর তিনটে বা বিকেল চারটের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। ভাটপাড়া পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের বিজয়া সম্মিলনীর পর তৃণমূল নেতা গৌরব প্রসাদকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালানো হয়। হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে রেল অবরোধ
লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে বর্ধমানের খানা জংশনে রেল অবরোধ। এর জেরে আটকে পড়েছে দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস।
দুই দিনের গুজরাট সফরে মোদী
আজ থেকে দুদিনের গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আজ গান্ধীনগরে DefExpo22-এর উদ্বোধন করবেন এবং তিনি রাজ্যে প্রায় ১৫,৬৭০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পুলিশের বিজয়া সম্মিলনীতে মমতা
উত্তরবঙ্গ সফরে আজ কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়িতে পুলিশের বিজয়া সম্মিলনীতে থাকার কথা তাঁর।
সয়গলের ইডি জেরা সংক্রান্ত মামলার শুনানি আজ
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সয়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে ইডির জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলার শুনানি হবে দিল্লি হাই কোর্টে। এর আগে দিল্লির নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল সয়গলকে দিল্লিতে নিয়ে এসে জেরা করতে পারে ইডি। এর বিরোধিতায় উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন সয়গল।
পার্থ-সুবীরেশকে আদালতে পেশ করা হবে আজ
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আজ আদালতে পেশ করা হবে।
হাই কোর্টে মেনকার থাই যাত্রা মামলার শুনানি
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের থাইল্যান্ড যাত্রা নিয়ে শুনানি হবে কলকাতা হাই কোর্টে। এর আগে মেনকার বিদেশ যাত্রার ক্ষেত্রে আপত্তি জানিয়েছিল ইডি। সেই আপত্তির বিরোধিতায় আদালতে দ্বারস্থ হয়েছিলেন মেনকা।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের ফল প্রকাশ
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের ফল প্রকাশ হওয়ার কথা আজ। মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটকে কেন্দ্র করে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছিল।
নয়া কংগ্রেস সভাপতির নাম জানা যাবে আজ
আজ কংগ্রেসের নয়া সভাপতির নাম প্রকাশ্যে আসবে। ২৪ বছর পর ফের কোনও অ-গান্ধী কংগ্রেস সভাপতি হতে চলেছেন। গত সোমবার এই সভাপতি পদের জন্য নির্বাচন হয়েছিল। সকাল দশটা থেকে কংগ্রেসের সদর দফতরে ভোট গণনা শুরু হবে।